Bangla

বাবা হতে চলেছেন নেইমার

ইন্সটাগ্রামে অনুরাগীদের জন্য ফের সুখবর শোনালেন নেইমার জুনিয়র।

Bangla

বাবা হতে চলেছেন নেইমার

৩০ বছর বয়সী এই ফুটবল তারকার প্রথম সন্তান প্রাক্তন প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের ছেলে ডেভি লুকা।

Image credits: Instagram
Bangla

বাবা হতে চলেছেন নেইমার

পরবর্তী প্রেমিকা ব্রুনা বায়ানকার্ডির সঙ্গে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন ব্রাজিলের খেলোয়াড়।

Image credits: Instagram
Bangla

বাবা হতে চলেছেন নেইমার

২৯ বছর বয়সী ব্রুনা বায়ানকার্ডি একজন মডেল, যিনি সাও পাওলোতে জন্মগ্রহণ করেছিলেন।

Image credits: Instagram
Bangla

বাবা হতে চলেছেন নেইমার

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁর সঙ্গে ছবি পোস্ট করে সুসংবাদ দিলেন নেইমার।

Image credits: Instagram
Bangla

বাবা হতে চলেছেন নেইমার

সন্তানের জন্ম দিতে চলেছেন তরুণ দম্পতি।

Image credits: Instagram
Bangla

বাবা হতে চলেছেন নেইমার

নবাগত সন্তানের প্রতি লিখেছেন ভালোবাসার নোট।

Image credits: Instagram
Bangla

বাবা হতে চলেছেন নেইমার

আগত সন্তানের প্রতি তাঁরা লিখেছেন, “দাদা, দাদু-দিদিমা, কাকা কাকিমার সাথে তুমি একটি সুন্দর পরিবারে যোগ দিতে যাচ্ছ। যারা ইতিমধ্যেই তোমাকে খুব ভালোবাসে!”

Image credits: Instagram
Bangla

বাবা হতে চলেছেন নেইমার

তাঁরা আরও বলেছেন, “শিগগিরি আয় বাচ্চা। আমরা তোর জন্য অপেক্ষা করছি!"

Image credits: Instagram

ম্যাচ চলাকালীন ফুটবল মাঠে ঢুকে পড়ছে কুকুর-বিড়াল, উপভোগ করছেন দর্শকরা

শ্রদ্ধায় স্মরণে চিনের প্রাচীর গোষ্ঠ বিহারি পাল