জাতীয় দলের প্রাক্তন সতীর্থ ম্যাক্সি রডরিগেজের সঙ্গে ছোটবেলার ক্লাব নেওয়েলস ওল্ড বয়েজের স্টেডিয়ামে যান আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সেখানে তাঁকে সাদর অভ্যর্থনা জানান সমর্থকরা।
নেওয়েলস স্টেডিয়ামে ছোটবেলার ক্লাবের হয়ে একটি প্রদর্শনী ম্যাচও খেলেন লিওনেল মেসি। সেই ম্যাচে তিনি হ্যাটট্রিক করে দর্শকদের মাতিয়ে দেন।
আর্জেন্টিনা ও লিভারপুলের প্রাক্তন উইঙ্গার ম্যাক্সি রডরিগেজই লিওনেল মেসিকে ছোটবেলার ক্লাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে পুরনো ক্লাবে যান মেসি।
নেওয়েলস স্টেডিয়ামে যে প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়, সেখানে কারও খেলার উপর বিধিনিষেধ ছিল না। সেই কারণে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও খেলেন।
লিওনেল মেসির পাশাপাশি জাতীয় দলের প্রাক্তন সতীর্থ সের্জিও আগুয়েরোকেও নেওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের স্টেডিয়ামে আমন্ত্রণ জানিয়েছিলেন ম্যাক্সি রডরিগেজ। আমন্ত্রণ রক্ষা করেন আগুয়েরো।
নেওয়েলস স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচের পর সাংবাদিকদের লিওনেল মেসি জানান, বিশ্বকাপ জেতার পর প্রথম জন্মদিনে ছোটবেলার ক্লাবে ফিরে তিনি খুশি হয়েছেন।
লিওনেল মেসি জানিয়েছেন, রোজারিও শহরে ফিরতে তাঁর সবসময়ই ভালো লাগে। এই শহরের লোকজনের সঙ্গে তাঁর ভালোবাসা ও স্নেহের সম্পর্ক আছে।
৩০ জুন পর্যন্ত প্যারিস সাঁ-জা-র সঙ্গে চুক্তি আছে লিওনেল মেসির। এরপর ১ জুলাই মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তির কথা ঘোষণা করা হবে।
২১ জুলাই মেজর লিগ সকারে অভিষেক হতে চলেছে লিওনেল মেসির। সেদিনই ফ্লোরিডায় ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক।
বার্সেলোনায় দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও সের্জিও বুস্কেটস। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে তাঁরা ফের একসঙ্গে খেলবেন।