জন্মদিনে ছোটবেলার ক্লাব নেওয়েলস ওল্ড বয়েজের স্টেডিয়ামে গেলেন মেসি
Bangla

জন্মদিনে ছোটবেলার ক্লাব নেওয়েলস ওল্ড বয়েজের স্টেডিয়ামে গেলেন মেসি

জাতীয় দলের প্রাক্তন সতীর্থ ম্যাক্সি রডরিগেজের সঙ্গে ছোটবেলার ক্লাব নেওয়েলস ওল্ড বয়েজের স্টেডিয়ামে যান আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সেখানে তাঁকে সাদর অভ্যর্থনা জানান সমর্থকরা।

ছোটবেলার ক্লাবের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক করেন মেসি
Bangla

ছোটবেলার ক্লাবের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক করেন মেসি

নেওয়েলস স্টেডিয়ামে ছোটবেলার ক্লাবের হয়ে একটি প্রদর্শনী ম্যাচও খেলেন লিওনেল মেসি। সেই ম্যাচে তিনি হ্যাটট্রিক করে দর্শকদের মাতিয়ে দেন।

Image credits: Instagram
প্রাক্তন সতীর্থ ম্যাক্সি রডরিগেজের আমন্ত্রণেই নেওয়েলসে যান লিওনেল মেসি
Bangla

প্রাক্তন সতীর্থ ম্যাক্সি রডরিগেজের আমন্ত্রণেই নেওয়েলসে যান লিওনেল মেসি

আর্জেন্টিনা ও লিভারপুলের প্রাক্তন উইঙ্গার ম্যাক্সি রডরিগেজই লিওনেল মেসিকে ছোটবেলার ক্লাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে পুরনো ক্লাবে যান মেসি।

Image credits: Instagram
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিও প্রদর্শনী ম্যাচে খেলেন
Bangla

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিও প্রদর্শনী ম্যাচে খেলেন

নেওয়েলস স্টেডিয়ামে যে প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়, সেখানে কারও খেলার উপর বিধিনিষেধ ছিল না। সেই কারণে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও খেলেন।

Image credits: Instagram
Bangla

আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার সের্জিও আগুয়েরোকেও শনিবার মাঠে দেখা যায়

লিওনেল মেসির পাশাপাশি জাতীয় দলের প্রাক্তন সতীর্থ সের্জিও আগুয়েরোকেও নেওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের স্টেডিয়ামে আমন্ত্রণ জানিয়েছিলেন ম্যাক্সি রডরিগেজ। আমন্ত্রণ রক্ষা করেন আগুয়েরো।

Image credits: Instagram
Bangla

বিশ্বকাপ জেতার পর প্রথম জন্মদিন এভাবে কাটাতে পেরে খুশি লিওনেল মেসি

নেওয়েলস স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচের পর সাংবাদিকদের লিওনেল মেসি জানান, বিশ্বকাপ জেতার পর প্রথম জন্মদিনে ছোটবেলার ক্লাবে ফিরে তিনি খুশি হয়েছেন।

Image credits: Instagram
Bangla

ছোটবেলাতেই রোজারিও ছাড়তে হলেও, এই শহরের প্রতি টান রয়েছে লিওনেল মেসির

লিওনেল মেসি জানিয়েছেন, রোজারিও শহরে ফিরতে তাঁর সবসময়ই ভালো লাগে। এই শহরের লোকজনের সঙ্গে তাঁর ভালোবাসা ও স্নেহের সম্পর্ক আছে।

Image credits: Instagram
Bangla

১ জুলাই সরকারিভাবে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি ঘোষণা করতে চলেছেন মেসি

৩০ জুন পর্যন্ত প্যারিস সাঁ-জা-র সঙ্গে চুক্তি আছে লিওনেল মেসির। এরপর ১ জুলাই মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তির কথা ঘোষণা করা হবে।

Image credits: Instagram
Bangla

২১ জুলাই মেজর লিগ সকারে প্রথম ম্যাচ খেলবেন লিওনেল মেসি, আগ্রহ তুঙ্গে

২১ জুলাই মেজর লিগ সকারে অভিষেক হতে চলেছে লিওনেল মেসির। সেদিনই ফ্লোরিডায় ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক।

Image credits: Instagram
Bangla

বার্সেলোনার প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেটসকে দলে পাচ্ছেন লিওনেল মেসি

বার্সেলোনায় দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও সের্জিও বুস্কেটস। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে তাঁরা ফের একসঙ্গে খেলবেন।

Image credits: Instagram

এই ৭ গিনেস বিশ্বরেকর্ড লিওনেল মেসির দখলে, ধারেকাছে নেই 'সি আর সেভেন'

আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বাধিক গোলদাতা ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী

২০০-তম আন্তর্জাতিক ম্যাচ, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

বিশ্বকাপ জয়ের ৬ মাস পূর্ণ, ফুটবল থেকে আর কিছু পাওয়ার নেই, বললেন মেসি