যেগুলির জন্য তারকা ফুটবলার ভিনসিয়াস জুনিয়র থেকে যেতে চাইবেন রিয়াল মাদ্রিদে।
গোটা ফুটবল বিশ্বে রিয়াল মাদ্রিদের একটা ঐতিহ্য আছে। আর সেই ঐতিহাসিক ক্লাবে খেলার একটা আলাদাই সম্মান থাকে যে কোনও ফুটবলারের কাছেই।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একাধিক সাফল্য রয়েছে এই ফুটবল ক্লাবটির।
রিয়াল মাদ্রিদের হয়ে খেলা তাঁর অসাধারণ ফুটবল, ভিনসিয়াসকে ব্যালন ডি অর পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে।
আর সেটা একজন ফুটবলারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
ক্লাবের থেকে সাপোর্ট এবং সমর্থকদের ভালোবাসা ভিনিকে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করে।
একদিকে রিয়াল মাদ্রিদের আকর্ষণীয় অফার এবং আরেকদিকে স্পনসর। সবমিলিয়ে, রিয়ালে থেকে আর্থিক দিক দিয়েও বেশ লাভবান হচ্ছেন ভিনসিয়াস জুনিয়র।
সারা পৃথিবীর ফুটবল মানচিত্রে লা লিগা ফুটবল প্রতিযোগিতার একটা আলাদাই গুরুত্ব রয়েছে। সেখানে খেলতে পারছেন ভিনি।
এমবাপে, বেলিংহ্যামদের সঙ্গে খেলার সুযোগ ভিনসিয়াস জুনিয়রের সামনে।
ফলে, পেশাদার দিক দিয়েও তাঁর ব্যাপক উন্নতি হচ্ছে। এতকিছু সুবিধা পেলে কেন ছাড়তে যাবেন রিয়াল?
Cristiano Ronaldo: এই রেকর্ডগুলিই অনন্য স্বীকৃতি দিয়েছে রোনাল্ডোকে
Cleiton Silva: 'গত মরসুম থেকে শিক্ষা নিয়েছি,' জানালেন ডার্বি জয়ের নায়ক
Lionel Messi: পরিবারের সঙ্গে নববর্ষ পালন, অনুরাগীদের শুভেচ্ছা মেসির
Angel Di Maria: কোপা আমেরিকাতেই শেষ, আর দেখা যাবে না ডি মারিয়ার জাদু