Bangla

এমন ১০টি কারণ

যেগুলির জন্য তারকা ফুটবলার ভিনসিয়াস জুনিয়র থেকে যেতে চাইবেন রিয়াল মাদ্রিদে। 

Bangla

ক্লাবের ঐতিহ্য

গোটা ফুটবল বিশ্বে রিয়াল মাদ্রিদের একটা ঐতিহ্য আছে। আর সেই ঐতিহাসিক ক্লাবে খেলার একটা আলাদাই সম্মান থাকে যে কোনও ফুটবলারের কাছেই।

Image credits: Instagram
Bangla

চ্যাম্পিয়ন্স লিগে লাগাতার সাফল্য

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একাধিক সাফল্য রয়েছে এই ফুটবল ক্লাবটির। 

Image credits: Instagram
Bangla

ব্যালন ডি অর

রিয়াল মাদ্রিদের হয়ে খেলা তাঁর অসাধারণ ফুটবল, ভিনসিয়াসকে ব্যালন ডি অর পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে।

Image credits: Instagram
Bangla

তাছাড়া আনসেলোত্তির কোচিং-এ খেলায় যথেষ্ট উন্নতি হয়েছে ভিনসিয়াস জুনিয়রের

আর সেটা একজন ফুটবলারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

Image credits: Instagram
Bangla

সমর্থকদের ভালোবাসা

ক্লাবের থেকে সাপোর্ট এবং সমর্থকদের ভালোবাসা ভিনিকে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করে।

Image credits: Instagram
Bangla

সবথেকে বড় বিষয়, আর্থিক সঙ্গতি

একদিকে রিয়াল মাদ্রিদের আকর্ষণীয় অফার এবং আরেকদিকে স্পনসর। সবমিলিয়ে, রিয়ালে থেকে আর্থিক দিক দিয়েও বেশ লাভবান হচ্ছেন ভিনসিয়াস জুনিয়র।

Image credits: Instagram
Bangla

লা লিগার মতো প্রতিযোগিতায় খেলার সুযোগ

সারা পৃথিবীর ফুটবল মানচিত্রে লা লিগা ফুটবল প্রতিযোগিতার একটা আলাদাই গুরুত্ব রয়েছে। সেখানে খেলতে পারছেন ভিনি।  

Image credits: Instagram
Bangla

অপরদিকে, ভবিষ্যতে তিনি রিয়াল মাদ্রিদের অধিনায়ক হওয়ারও যোগ্যতা রাখেন

এমবাপে, বেলিংহ্যামদের সঙ্গে খেলার সুযোগ ভিনসিয়াস জুনিয়রের সামনে। 

Image credits: Instagram
Bangla

সবথেকে বড় বিষয়, মাদ্রিদ শহরে থাকা শুরু করে দিয়েছেন এই তারকা

ফলে, পেশাদার দিক দিয়েও তাঁর ব্যাপক উন্নতি হচ্ছে। এতকিছু সুবিধা পেলে কেন ছাড়তে যাবেন রিয়াল?

Image credits: Instagram

Cristiano Ronaldo: এই রেকর্ডগুলিই অনন্য স্বীকৃতি দিয়েছে রোনাল্ডোকে

Cleiton Silva: 'গত মরসুম থেকে শিক্ষা নিয়েছি,' জানালেন ডার্বি জয়ের নায়ক

Lionel Messi: পরিবারের সঙ্গে নববর্ষ পালন, অনুরাগীদের শুভেচ্ছা মেসির

Angel Di Maria: কোপা আমেরিকাতেই শেষ, আর দেখা যাবে না ডি মারিয়ার জাদু