Bangla

আধার কার্ডে বায়োমেট্রিক লক

UIDAI-এর এই পরিষেবা ব্যবহার করে লক করে রাখতে পারবেন আপনার ব্যক্তিগত তথ্য। এই লকের ফলে কোনও রকম অথেন্টিকেশন প্রক্রিয়ায় সাবার অপরাধীরা এই কার্ড ব্যবহার করতে পারবে না।

Bangla

আধার কার্ডে বায়োমেট্রিক লক

আধার কার্ডে থাকা আঙুলের ছাপ, আইরিশ স্ক্যান ইত্যাদি বায়োমেট্রিক তথ্য দেওয়া থাকে।

Image credits: Getty
Bangla

আধার কার্ডে বায়োমেট্রিক লক

এই তথ্যগুলি একবার লক করে নিলে UID (ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর), VID, বায়োমেট্রিক তথ্য, ডেমোগ্রাফিক তথ্য এবং OTP পাবে না অপরাধীরা।

Image credits: Getty
Bangla

আধার কার্ডে বায়োমেট্রিক লক

এই লক এখনও না করা থাকলে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তা এক্ষুনি করুণ, না হলে বড় বিপদে পড়তে হতে পারে।

Image credits: Getty
Bangla

আধার কার্ডে বায়োমেট্রিক লক

UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা mAadhaar অ্যাপ ডাউনলোড করে সেখানে আধার বায়োমেট্রিক লক করতে পারবেন।

Image credits: Getty
Bangla

আধার কার্ডে বায়োমেট্রিক লক

এছাড়া এসএমএস-এর মাধ্যমেও লক করতে পারবেন আধার কার্ড। এই পদ্ধতির জন্য GETOTP এর পর আধার কার্ড নম্বরের শেষ ৪টে ডিজিট লিখতে হবে।

Image credits: Getty
Bangla

আধার কার্ডে বায়োমেট্রিক লক

SMS-এর মাধ্যমে আধার কার্ড লক করার জন্য ১৯৪৭ -এ SMS পাঠাতে হবে।

Image credits: Getty

Google Map: আপনার কি মোবাইল হারিয়ে গেছে? সাহায্য করতে পারে গুগল ম্যাপ

লোকাল ট্রেনের টিকিট কাটার লম্বা লাইন, অনলাইনে টিকিট কাটবেন কীভাবে?

QR কোড স্ক্যান করে টাকা দেওয়ার সময় সাবধান! খোয়াতে পারেন লক্ষ লক্ষ টাকা

আপনার চারপাশে করোনার মত ভাইরাস কোথায় রয়েছে, বলে দেবে এই ডিভাইস