UIDAI-এর এই পরিষেবা ব্যবহার করে লক করে রাখতে পারবেন আপনার ব্যক্তিগত তথ্য। এই লকের ফলে কোনও রকম অথেন্টিকেশন প্রক্রিয়ায় সাবার অপরাধীরা এই কার্ড ব্যবহার করতে পারবে না।
Technology Oct 22 2023
Author: Ishanee Dhar Image Credits:Getty
Bangla
আধার কার্ডে বায়োমেট্রিক লক
আধার কার্ডে থাকা আঙুলের ছাপ, আইরিশ স্ক্যান ইত্যাদি বায়োমেট্রিক তথ্য দেওয়া থাকে।
Image credits: Getty
Bangla
আধার কার্ডে বায়োমেট্রিক লক
এই তথ্যগুলি একবার লক করে নিলে UID (ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর), VID, বায়োমেট্রিক তথ্য, ডেমোগ্রাফিক তথ্য এবং OTP পাবে না অপরাধীরা।
Image credits: Getty
Bangla
আধার কার্ডে বায়োমেট্রিক লক
এই লক এখনও না করা থাকলে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তা এক্ষুনি করুণ, না হলে বড় বিপদে পড়তে হতে পারে।
Image credits: Getty
Bangla
আধার কার্ডে বায়োমেট্রিক লক
UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা mAadhaar অ্যাপ ডাউনলোড করে সেখানে আধার বায়োমেট্রিক লক করতে পারবেন।
Image credits: Getty
Bangla
আধার কার্ডে বায়োমেট্রিক লক
এছাড়া এসএমএস-এর মাধ্যমেও লক করতে পারবেন আধার কার্ড। এই পদ্ধতির জন্য GETOTP এর পর আধার কার্ড নম্বরের শেষ ৪টে ডিজিট লিখতে হবে।
Image credits: Getty
Bangla
আধার কার্ডে বায়োমেট্রিক লক
SMS-এর মাধ্যমে আধার কার্ড লক করার জন্য ১৯৪৭ -এ SMS পাঠাতে হবে।