এগিয়ে আসতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। পর্ষদের তথ্য ঘিরে নতুন জল্পনা।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তথ্য অনুযায়ী জুন মাসের প্রথম সপ্তাহেই বেরোনোর কথা ছিল উচ্চ মাধ্যমিকের ফল।
সূত্র মারফত জানা যাচ্ছে জুন নয় বরং মে মাসের শেষেই পরীক্ষার ফল প্রকাশ করতে পারে সংসদ। তবে এখনও এবিষয় নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
ইতিমধ্যেই ৮০ শতাংশেরও বেশি উত্তরপত্রের নম্বর সংসদে জমা পড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
ফলে চূড়ান্ত ফলাফল এবং মার্কশিট তৈরি করতে আর বিশেষ সময় লাগবে না বলেই আশা করা যাচ্ছে।
অন্যান্যবারের তুলনায় কম সময়ের মধ্যেই ফল প্রকাশ করছে সংসদ।
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ। পরীক্ষা শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার, গতবছররের তুলনায় ৭ হাজার বেশি।
ছাত্রের সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ৫৭১ জন । ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮৯ হাজার ১৩৫ জন। রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৩৪৯।