সংক্ষিপ্ত

  • ভার্চুয়াল প্রচারে কোমর বেঁধে নামল  বাম থেকে বিজেপি
  • প্রার্থীর প্রাচারে গানে গানে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া
  •  ফেসবুকের দেওয়ালে আছড়ে পড়ছে প্রার্থীদের স্লোগান
  • একুশের নির্বাচনে বড় জায়গা করে নিয়েছে ভার্চুয়াল জগত 

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্বঘোষিত ২৩ এপ্রিলের মুর্শিদাবাদের বহরমপুরে প্রথম রাজনৈতিক সভা করোনা আবহে বাতিল এর পরই শেষ মুহূর্তের প্রচারে গেরুয়া শিবিরের সঙ্গে সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলিও প্রচারে ভার্চুয়াল জগতের দিকে ঝুঁকতে শুরু করেছে।

আরও পড়ুন, যোগী রাজ্য়ে যাবে বাংলার বরাদ্দ অক্সিজেন, ' তাহলে আমরা কোথা থেকে পাব'-প্রশ্ন মমতার 


 বিশেষত ভোটের মরশুমে সেই ভার্চুয়ালের দাপট এখন গ্রামীন জীবন কেউ তোলপাড় করছে । ফলে বিজেপি থেকে বাম ,তৃণমূল থেকে কংগ্রেস এমন কি নির্দল প্রার্থীরাও দোরে দোরে ঘোরার পাশাপাশি কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া কে ।ফলে ফেসবুকের দেওয়ালে আছড়ে পড়ছে প্রার্থীদের স্লোগান , পোষ্টার ,ব্যানার , টিকা টিপ্পনি ,সাওয়াল জবাব এমন কি লাইভ অনুষ্ঠানও । প্রার্থীর প্রাচারে গানে গানে ভরে গিয়েছে হোয়াটস অ্যাপ ,ইউটিউবও। এই ফাঁকে নাম না জানা অনেক শিল্পী প্রাচারের আলোতেও উজ্জ্বল হয়ে উঠছে ।তিন বছর আগের পঞ্চায়েত নির্বাচনেও ভার্চুয়াল মিডিয়ার ব্যাবহার খুব একটা লক্ষ করা যায় নি । সেখানে আদি কালের দেওয়াল লিখন , মিছিল-মিটিং এবং ছোট ছোট সভা সমিতিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ।

আরও পড়ুন, যোগী রাজ্য়ে যাবে বাংলার বরাদ্দ অক্সিজেন, ' তাহলে আমরা কোথা থেকে পাব'-প্রশ্ন মমতার 

 

 এবার বিধান সভা নির্বাচনে সেখানে একটা বড় জায়গা করে নিয়েছে ভার্চুয়াল জগত। দেখা যাচ্ছে অনেক প্রার্থী তাদের নিজের কর্মী সমর্থকদের কাজে লাগিয়ে এউটিউব চ্যানেলের জন্ম দিয়েছে । সেখানে কার্টুন , চোখ ধাঁধান ইমেজ দিয়ে পোষ্ট করা হচ্ছে নিজেদের কৃতিত্ব । বিরোধীরাও কিন্তু পাল্টা পোষ্টে ভরে দিচ্ছেন এক দেওয়াল থেকে অন্য দেওয়াল । এখন সেই ইমোজি আর ভার্চুয়াল মিডিয়ায় মোজে গিয়েছে গ্রাম গঞ্জের ভোটার কিংবা ভোটার নয় কিশোর যুবা এমন কি বয়স্করাও । এই ব্যাপারে লালগোলা বিধান সভার তৃণমূল প্রার্থী মহম্মদ আলী বলেন ,' ইন্টারনেট ও স্মার্ট ফোন কে কাজে লাগিয়ে  খুব দ্রুত মানুষের কাছে পৌছিয়ে যাওয়া সম্ভব । ফলে সেই সুযোগ কে কাজে লাগান জরুরী । আগামী শতকে হয়তো দেখবে ভোটের ময়দান শুধু মাত্র ভার্চুয়াল মিডিয়া দখল নিয়েছে । শুভ বুদ্ধি মানুষ হিসেবে সেই দিনের দিকেই তাকিয়ে আছি ।'

 

আরও পড়ুন, হবিবপুরের হিসেব মেলা ভার, দল বদলের কেন্দ্রে অঙ্কের হিসেবে এগিয়ে গেরুয়া শিবির 

 

 এবছর জেলায় সোশ্যাল মিডিয়া কে সব চেয়ে বেশি ব্যবহার করেছে বিজেপি । ফলে বিজেপির দক্ষিন মুর্শিদাবাদ জেলা সভাপতি এক ধাপ এগিয়ে বলেন ,' আমরা ২০১৪ সাল থেকে দলের জেলা থেকে বুথ স্তরের সাংগঠনিক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি । ফলে ভোটের প্রচারে সোশ্যাল মিডিয়া আমাদের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে ।” সংগঠিত না হলেও নতুন প্রজন্মের দলীয় কর্মীরা সোশ্যাল মিডিয়া ব্যাবহার করে মানুষের কাছে দলীর কর্মসূচি পৌঁছিয়ে দিচ্ছে এমন মন্তব্য করেন ভগবান গোলার  সংযুক্ত মোরচার চিপিএম প্রার্থী মহম্মদ কামাল হোসেন ।  এই ফাঁকে সোশ্যাল মিডিয়ায়  বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে গান রচনা করে সুর বেঁধে জেলায় সেলিব্রিটি হয়ে গিয়েছেন বেশ কয়েক জন শিল্পী ।তাদের মধ্যে বেলডাঙ্গার আমির আলী অন্যতম ।তিনি বলেন , ' সোশ্যাল মিডিয়ায় ভোট প্রাচারের গান গেয়ে আমি ভাইরাল হয়েছি ,শিল্পী হিসেবে এটা আমার বড় পাওনা।'