'ভোট করবে কেন্দ্রীয় বাহিনী-পুলিশ থাকবে বুথের ১০০ মিটার দূরে', ঝাড়গ্রামের জনসভায় তোপ দিলীপের
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- 'BJP বাংলায় সরকার গড়বে', ঝাড়গ্রামের সভা থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Election Live Update- 'BJP বাংলায় সরকার গড়বে', ঝাড়গ্রামের সভা থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দুর
সামনেই ২০২১ এর বিধানসভা নির্বাচন। তার আগেই সৌমিত্র-সুজাতার এক অভূতপূর্ব ভালবাসা দেখেছে বাংলা। স্বামীর ডিভোর্সের নোটিশ পেয়েও, সৌমিত্রের মঙ্গল কামনায় সুজাতা খাঁ। তৃণমূলেই ফিরে আসুক তাঁর স্বামী সৌমিত্র খাঁ, বিজেপির সাংসদের ভালো চেয়ে পুজো দিলেন সুজাতা।
- FB
- TW
- Linkdin
'মেদিনীপুরের দিলীপ-শুভেন্দু বাংলার পদ্ম ফোঁটাবে', ঝাড়গ্রামের সভা থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দুর।
আব্বাস সিদ্দিকীর নেতৃত্বেই বাংলা লড়বে তাঁর দল। ফুরফুরায় বৈঠকের পর জানিয়ে দিলেন অল ইন্ডিয়ার মজলিস ই ইতেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তিনি বলেছেন আবাবস য়া সিদ্ধান্ত নেবে তা মেনে নেওয়া হবে। নির্বাচনে সমস্ত পরিকল্পনাও হবে আব্বাসের মতামত নিয়ে।
হুগলির ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে একান্ত বৈঠকে মিম সুপ্রিমো আসাদউদ্দীন ওয়েইসি। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়েই সম্ভবত দুপক্ষের এই গুরুত্বপূর্ণ বৈঠক চলছে।
'শিক্ষা দাও, কাজ দাও, হাল ফেরাও, লাল ফেরাও', ১১ ফেব্রুয়ারি থেকে নবান্ন অভিযানের ডাক বাম ছাত্র যুবদের।
রবিবার কাঁথির শুভেন্দু দিলীপের সভা গোপীবল্লভপুরে। জানিয়েছেন, দুজনে মিলে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের সব আসনে বিজেপির জয় নিশ্চিত করবেন।
রামনগরের বিধায়ক অখিল গিরি এবং তাঁর ছেলেকে গুরুত্ব দিন দিন বাড়ছে দলে। অখিল গিরিকে আগেই দলে কো-অর্ডিনেটর করা হয়েছিল। এবার অখিল গিরির ছেলে সুপ্রকাশকে গিরিকে পূর্ব মেদিনীপুর জেলায় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হল।
'আমি পঞ্জাবে গেলে কি বহিরাগত হয়ে যাব', বহিরাগত নিয়ে বিতর্কিত প্রশ্ন বিমানের।'রাজ্য সরকার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে ' বলে জানান তিনি।