সাংসদ শতাব্দী রায়ের ক্ষোভ প্রশমনে সফল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের পর বৈঠকের পর শতাব্দী জানিয়ে দিলেন, সমস্যা মিটে গিয়েছে। আগামিকাল তিনি দিল্লি যাবেন না।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- অভিষেক-কুণালের সঙ্গে বৈঠকের পর গলল বরফ, দিল্লি যাচ্ছেন না শতাব্দী রায়
Election Live Update- অভিষেক-কুণালের সঙ্গে বৈঠকের পর গলল বরফ, দিল্লি যাচ্ছেন না শতাব্দী রায়
আজ দিল্লিতে বিজেপি এর গুরুত্বপূর্ণ বৈঠকে যাচ্ছেন দিলীপ ঘোষ। থাকবেন মুকুল রায়। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র আসন্ন রাজ্য সফর এবং সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বৈঠকে আলোচনা হবে। বিজেপি সূত্রে খবর, দিল্লির ওই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষও। তবে এই বৈঠকে জেপি নাড্ডা থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
- FB
- TW
- Linkdin
বেসুরো শতাব্দী রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে কুণাল ঘোষ। এর আগেও কুণাল, শতাব্দী রায়ের বাড়িতে গিয়ে কথা বলেছিলেন। এদিনের বৈঠকে শতাব্দীর ক্ষোভ নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
২০২১ ভোটের আগেই একের পর এক নাম উঠে আসছে। রোজভ্যালিতে গ্রেফতার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু। আগেই গ্রেফতার হয়েছিলেন গৌতম কুন্ডু। সিবিআই এর হাতেই শেষমেষ ধরা পড়লেন শুভ্রা কুণ্ডু। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপির জয়প্রকাশ মজুমদার। তবে শুভ্রা কুণ্ডু-র হাত ধরে আরও অনেকের নাম উঠে আসতে পারে বলে অনুমান জয়প্রকাশের।
শুক্রবার জোড়া রাজনৈতিক কর্মসূচি কলকাতায়। ধর্মতলায় বাম-কংগ্রেসের মিছিলের জেরে যানজট হতে পারে মধ্য ও উত্তর কলকাতায়। এমনটাই আশঙ্কা করছেন কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকদের। নয়া কৃষি আইন বাতিল- দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের মিছিল।
ফের তৃণমূলে ভাঙন।ইস্তফা দিলেন পশ্চিম মেদিনীপুরের যুব তৃণমূল সম্পাদক। ওদিকে আরও ৪১ জন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগদানের সম্ভাবনার কথা জানালেন কৈলাস বিজয়বর্গীয়।
মালদহে শ্রমিক মেলায় বিক্ষোভে সামিল হওয়ার জেরে আটক বাম-কংগ্রেসের ২৫ নেতা-কর্মী
'BJP তে যোগ দিচ্ছেন তৃণমূলের ৪১ বিধায়ক,তালিকাও তৈরি', এমনটাই জানালেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।