মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব গান্ধীর কাছ থেকে সার্টিফিকেট নিয়েছিলেন বলে মন্তব্য করে শোভন চট্টোপাধ্যায় বলেন, তিনি বহিরাগত না হলে নরেন্দ্র মোদী-অমিত শাহ'রা কোন যুক্তিতে বহিরাগত?
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update-নন্দীগ্রামের প্রার্থী মমতা, 'গণতান্ত্রিক ভাবে ছুঁড়ে ফেলব', বললেন শুভেন্দু
Election Live Update-নন্দীগ্রামের প্রার্থী মমতা, 'গণতান্ত্রিক ভাবে ছুঁড়ে ফেলব', বললেন শুভেন্দু
সোমবার ভোটযুদ্ধের ময়দানে জোড়া সভা বাংলায়। একদিকে নন্দীগ্রামে জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অপরদিকে প্রথমলার কলকাতার রাজপথে একই সঙ্গে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী। সোমবার টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত প্রথম ব়্যালি। তারপর সভা করবেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। সভায় থাকতে পারেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এতদিন নিজের গড় দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম অথবা অন্যান্য জেলা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার আর অন্যত্র নয়, সরাসরি মুখ্যমন্ত্রীর গড়ে রোড শো ও সভা করতে চলেছেন শুভেন্দু সহ বিজেপি শীর্ষ নেতৃত্ব।
- FB
- TW
- Linkdin
নন্দীগ্রামের আন্দোলন থেকে শুভেন্দু অধিকারী ও অধিকারী পরিবারের নাম ভুলিয়ে দিতে গেলে, নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের পথই ভুলিয়ে দেবেন বলে মন্তব্য করলেন শোভন চট্টোপাধ্যায়।
তৃণমূল থেকে বিজেপি-তে এসেছি পাপের প্রায়শ্চিত্ত করতে, দক্ষিণ ২৪ পরগণার সভা থেকে এমন কথাই বললেন তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়।
নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন মমতা। ভাল কথা আমি কথা দিচ্ছি, মুখ্যমন্ত্রীকে ৭ লাখ ভোটে হারিয়ে দেব। না হলে রাজনীতি ছেড়ে দেব। হুঙ্কার শুভেন্দুর।
কলকাতায় দাঁড়িয়ে নন্দীগ্রামে মমতার জবাব দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মাননীয়া দাঁড়ান। গণতান্ত্রিকভাবে ছুঁড়ে ফেলব।
রোড শোয়ের পর দক্ষিণ কলকাতায় সভায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী।
মমতার সব প্রশ্নের জবাব দেব। মমতা নন্দীগ্রামের প্রার্থী। তার উত্তর দিয়ে দেব । জানালেন শুভেন্দু।
শুভেন্দু-দিলীপের রোড শো লক্ষ্য় করে ইট ছোড়া হয়। রাস্তা থেকে ইট তুলে মিছিল লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ।
দক্ষিণ কলকাতায় বিজেপির মিছিলে দিলীপ-শুভেন্দু
'ভুল করলে গালে থাপ্পর মেরো, মুখ ফিরিয়ে নিও না মা' নন্দীগ্রামের সভা থেকে জানালেন মমতা।
'কেউ যদি চোরের অপবাদ দিলেও আমি কিছু বলবো না- ইশ্বর-আল্লা ওদের ক্ষমা করো'-মমতা
'নতুন করে নন্দীগ্রামে জন্ম হল তৃণমূলের ' সভা মঞ্চে ঘোষণা মমতার।
গ্যাস প্রকল্পের সাহায্যে নন্দীগ্রামের ছেলে মেয়েরা বাইরে যাবে না, এখানেই কাজ পাবে, বললেন মমতা।
নন্দীগ্রামকে কোনও দিন ভুলিনি। কোনও দিন ভুলব না। আন্দোলনকে কেউ ভুলিনি।
কৃষি আইন প্রত্যাহার করতেই হবে। না হলে নন্দীগ্রাম-সিঙ্গুরের মতো আন্দোলন হবে। বিজেপি হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
'বাড়ি বাড়ি জলের কল পৌছাবে' নন্দীগ্রামে থেকে বললেন মমতা।
তৃণমূল করলেই জেলে। না হলে বিজেপিতে। ভয় দেখানো হচ্ছে।
বাংলাকে কারও হাতে তুলে দেব না। এটা আমার শপথ। ওয়াশিং পাউডার ভাজপা।
দেশ জুড়ে কৃষি আন্দোলনের সপক্ষে সওয়াল মমতার। নন্দীগ্রামেও জমি আন্দোলন হয়েছিল। জমি কেড়ে নিতে চেয়েছিল।