02:12 PM (IST) Jan 25
বিজেপি বহিরাগত জ্বালাও পার্টিঃ মমতা

বিজেপি বহিরাগত জ্বালাও পার্টি। কখনও বলছে বাংলার মেরুদণ্ড ভেঙে দেবো। মাথা উঁচু করে লড়াই করব। বিজেপির কাছে মাথানত করব না। 

02:08 PM (IST) Jan 25
আমি আপনাদের পাহারাদারঃ মমতা

আমি আপনাদের পাহারাদার। আমি জনগণের সেবক। আমি একজন দলের কর্মী। বললেন মমতা

02:03 PM (IST) Jan 25
নেতাজী নিয়ে বিজেপিকে তোপ মমতার

নেতাজি জন্মদিনে অপমানের বদলা নিলেন মমতা। আমায় বন্দুক দেখালে, সিন্দুক দেখাব। আমি বন্দুকে বিশ্বাস করি না। রাজনীতিতে বিশ্বাস করি। বাংলাকে অপমান করেছো। নেতাজীকে অপমান করেছে। রবীন্দ্রনাথকে অপমান করেছে। বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছো। এই বিজেপি সিপিএম ও কংগ্রেসের সমর্থনে এসছে।

02:00 PM (IST) Jan 25
দলত্যাগীদের তোপ মমতার

যাঁরা মানুষের কাজ করেছে তৃণমূল তাঁদের টিকিট দেবে না। যাঁরা কাজ করেনি তাঁরা বিজেপিতে চলে যাচ্ছে।

01:59 PM (IST) Jan 25
বিজেপি ওয়াশিংমেশিনঃ মমতা

বিজেপি ওয়াশিংমেশিন। ওয়াশিং মেশিন বিজেপি। যাঁরা অনেক টাকা করেছে। তাঁরাই বিজেপিতে গিয়ে নাম লেখাচ্ছে। 

01:58 PM (IST) Jan 25
বিনা পয়সায় রেশন শুরু করেছে তৃণমূল সরকারঃ মমতা

বিনা পয়সায় রেশন শুরু করেছে তৃণমূল সরকার। আগামী দিনেও দেওয়া হবে। বিজেপি কোনও প্রতিশ্রুতি রাখতে পারেনি। ১৫ লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে বলেছিল। মিথ্যা বলছে বিজেপি।

01:56 PM (IST) Jan 25
কন্যাশ্রী নিয়ে মমতার সওয়াল

কন্যাশ্রী প্রকল্পে মেয়েরা স্কুলে পড়াশুনা করছে নিজের খরচে। রুপশ্রী প্রকল্পে উচ্চশিক্ষায় টাকা পাবে মেয়েরা।

11:09 AM (IST) Jan 25
উত্তপ্ত নন্দীগ্রাম

নন্দীগ্রামে পথ অবরোধ বিজেপির। অভিযোগ রবিবার রাতে এলাকার কিছু বিজেপি সমর্থকদের ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর করেছে তৃণমূল। পাল্টা তৃণমূল বলেছে, এই দ্বন্দ্ব আদি ও নব্য বিজেপির মধ্যে।

10:45 AM (IST) Jan 25
পুরশুড়ায় মমতা

আজ হুগলী জেলার পুরশুড়ায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় কি আসবেন বেসুরো বিধায়ক প্রবীর ঘোষ, বাড়ছে জল্পনা।

10:38 AM (IST) Jan 25
জাতীয় ভোটার দিবসে ফের রাজ্যপালের খোঁচা

জাতীয় ভোটার দিবস-এ ফের মমতা সরকারকে নিশানা করলেন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি টুইট করে বললেন, ভোটারদের ক্ষমতায়িত, সচেতন, নিরাপদ এবং অবগত করার সমস্ত চেষ্টা করতে। পশ্চিমবঙ্গ পুলিশ এবং স্বরাষ্ট্র দপ্তরের রাজনৈতিকভাবে নিরপেক্ষতার অভাবেই ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, বলেও অভিযোগ করেছেন তিনি।

09:27 AM (IST) Jan 25
বিজেপির বর্ধমান জেলা সভাপতিকে শোকজ

কেন্দ্রীয় মন্ত্রীদের সামনেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল দলের দুই গোষ্ঠী। এমনকী সাটার নামিয়ে দেওয়া হয়েছিল পার্টি অফিসের। গত ২১ জানুিয়ারির সেই ঘটনার জেরে বিজেপির বর্ধনাম জেলার সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হল। জবাব দিতে হবে ৭ দিনের মধ্যে।