বিজেপি বহিরাগত জ্বালাও পার্টি। কখনও বলছে বাংলার মেরুদণ্ড ভেঙে দেবো। মাথা উঁচু করে লড়াই করব। বিজেপির কাছে মাথানত করব না।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update-'নেতাজী, রবীন্দ্রনাথকে অপমান করেছে', পুরশুড়ার থেকে বিজেপিকে তোপ মমতার
Election Live Update-'নেতাজী, রবীন্দ্রনাথকে অপমান করেছে', পুরশুড়ার থেকে বিজেপিকে তোপ মমতার
সোমবার জোটের জট কাটাতে ফের বৈঠক বাম-কংগ্রেসের। আসনরফা নিয়ে আলোচনায় বসছেন জোট শিবিরের নেতারা। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই বৈঠকে থাকবেন না। এই বৈঠক থেকেই কোন শিবিরের হাতে কটা করে আসন থাকবে তা চূড়ান্ত হওয়ার কথা। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ৯২ টি আসন ছেড়েছিল বামেরা। এবার আগের বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শুরুতেই ১৩০ আসন দাবি করায় অস্বস্তিতে পড়ে বাম নের্তৃত্ব। পরিস্থিতি সামাল দিয়ে বিষয়টি পরে আলোচনা হবে বলে দুই পক্ষকে থামান বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু।
- FB
- TW
- Linkdin
আমি আপনাদের পাহারাদার। আমি জনগণের সেবক। আমি একজন দলের কর্মী। বললেন মমতা
নেতাজি জন্মদিনে অপমানের বদলা নিলেন মমতা। আমায় বন্দুক দেখালে, সিন্দুক দেখাব। আমি বন্দুকে বিশ্বাস করি না। রাজনীতিতে বিশ্বাস করি। বাংলাকে অপমান করেছো। নেতাজীকে অপমান করেছে। রবীন্দ্রনাথকে অপমান করেছে। বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছো। এই বিজেপি সিপিএম ও কংগ্রেসের সমর্থনে এসছে।
যাঁরা মানুষের কাজ করেছে তৃণমূল তাঁদের টিকিট দেবে না। যাঁরা কাজ করেনি তাঁরা বিজেপিতে চলে যাচ্ছে।
বিজেপি ওয়াশিংমেশিন। ওয়াশিং মেশিন বিজেপি। যাঁরা অনেক টাকা করেছে। তাঁরাই বিজেপিতে গিয়ে নাম লেখাচ্ছে।
বিনা পয়সায় রেশন শুরু করেছে তৃণমূল সরকার। আগামী দিনেও দেওয়া হবে। বিজেপি কোনও প্রতিশ্রুতি রাখতে পারেনি। ১৫ লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে বলেছিল। মিথ্যা বলছে বিজেপি।
কন্যাশ্রী প্রকল্পে মেয়েরা স্কুলে পড়াশুনা করছে নিজের খরচে। রুপশ্রী প্রকল্পে উচ্চশিক্ষায় টাকা পাবে মেয়েরা।
নন্দীগ্রামে পথ অবরোধ বিজেপির। অভিযোগ রবিবার রাতে এলাকার কিছু বিজেপি সমর্থকদের ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর করেছে তৃণমূল। পাল্টা তৃণমূল বলেছে, এই দ্বন্দ্ব আদি ও নব্য বিজেপির মধ্যে।
আজ হুগলী জেলার পুরশুড়ায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় কি আসবেন বেসুরো বিধায়ক প্রবীর ঘোষ, বাড়ছে জল্পনা।
জাতীয় ভোটার দিবস-এ ফের মমতা সরকারকে নিশানা করলেন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি টুইট করে বললেন, ভোটারদের ক্ষমতায়িত, সচেতন, নিরাপদ এবং অবগত করার সমস্ত চেষ্টা করতে। পশ্চিমবঙ্গ পুলিশ এবং স্বরাষ্ট্র দপ্তরের রাজনৈতিকভাবে নিরপেক্ষতার অভাবেই ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, বলেও অভিযোগ করেছেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রীদের সামনেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল দলের দুই গোষ্ঠী। এমনকী সাটার নামিয়ে দেওয়া হয়েছিল পার্টি অফিসের। গত ২১ জানুিয়ারির সেই ঘটনার জেরে বিজেপির বর্ধনাম জেলার সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হল। জবাব দিতে হবে ৭ দিনের মধ্যে।