- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update-'একুশের ভোটে পদ্ম ফোঁটাব', 'পাল্টানো'র ডাক দিলেন শাহ-শুভেন্দু-রাজীবরা
Election Live Update-'একুশের ভোটে পদ্ম ফোঁটাব', 'পাল্টানো'র ডাক দিলেন শাহ-শুভেন্দু-রাজীবরা
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের ৫ মহারথী। বিশেষ বিমানে করে শনিবার অমিত শাহ-র বাস ভবনে গিয়ে যোগ দিলেন তৃণমূলের রাজীব বন্দ্য়োপাধ্য়ায়, প্রবীর ঘোষাল, বৈশালি ডালমিয়া, রথীন চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষ। আর রবিবার ভার্চুয়ালে বাংলায় জনসভা করবেন অমিত শাহ। স্বাভাবিকভাবেই এই সভায় শনিবারে ৫ হেভিওয়েটের বিজেপি যোগদানের পর গুরুত্বপূর্ণ কিছু বার্তা উঠে আসবে বলে অপেক্ষায় রাজ্যবাসী। অপরদিকে এমন একসময় নিজেদের ক্ষতিগ্রস্থ জমি পুনঃরুদ্ধারে মাঠে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় এবং পিকে। প্রয়োজনীয় রদবদল করা থেকে দলের শীর্ষ নের্তৃত্বকে পরামর্শ দেওয়া সবই চলছে জোরকদমে। উনিশের লোকসভা ভোটের চিত্র আবার যাতে না ফিরে আসে তার জন্য একুশের নির্বাচনে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল।
- FB
- TW
- Linkdin
'মা-মাটি-মানুষকে ভূলে গিয়েছে তৃণমূল', ডুমুরজেলায় ভিডিওবার্তায় দিল্লি থেকে এমনটাই জানালেন রাজীব।
'নতুন করে শিল্প আসেনি - শশ্মানে পরিণত হয়েছে' ডুমুরজেলায় জানালেন রাজীব বন্দ্য়োপাধ্যায়।
'বিজেপি ক্ষমতায় এলেই শিল্প গড়ব' জানালেন রাজীব
'সারা বাংলায় পদ্ম ফোঁটাবো' ডুমুরজেলায় জানালেন রাজীব বন্দ্য়োপাধ্যায়
'সবাইকে জাতীয়তাবাদী -গৈরিক অভিনন্দন' ডুমুরজেলা থেকে জানালেন শুভেন্দু অধিকারী
ডুমুরজেলায় বিজেপির জনসভায় এসে পৌছলেন সদ্য তৃণমূল ছেড়ে আসা রাজীব বন্দোপাধ্য়ায় সহ অন্যান্যরা
হাওড়ায় ডুমুর জেলায় রবিবার জনসভা এবং যোগদান মেলা। ভার্চুয়ালি জনসভায় উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি এবং রাজ্য বিজেপির শীর্ষ নের্তৃত্ব।
৭ ফেব্রুয়ারি হলদিয়ায় মোদীর কর্মসূচিতে আমন্ত্রন দিব্যেন্দু অধিকারীকে। যা নিয়ে ইতিমধ্য়েই শুরু হয়েছে জল্পনা।
দোরগড়ায় একুশের ভোট। এবার বাংলায় স্পর্শকাতর কেন্দ্র চিহ্নিত করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভোটের মুখে কালো টাকা উদ্ধারের নির্দেশ ইবি-কে।