3:56 PM IST
'ভেকধারী সরকারের ফেকধারী বাজেট'
'ভেকধারী সরকারের ফেকধারী বাজেট' বাজেট নিয়ে ব্য়পক খোঁচা দিলেন উত্তরবঙ্গ সফরে এসে মমতা।
9:10 AM IST
'বাংলার মানুষ তৃণমূলকে করবে বিদায়'
মানুষের রক্তের শেষ বিন্দু টুকু শুষে না নেওয়া পর্যন্ত তৃণমূলের নেতারা হয়তো থামবে না। চাল চুরি, কাটমানি এখন আবার গরু পাচার। তৃণমূল দলটা আসলে দুষ্কৃতীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে।
— BJP Bengal (@BJP4Bengal) February 1, 2021
এবার নিশ্চিত ভাবে বাংলার মানুষ তৃণমূলকে করবে বিদায়। pic.twitter.com/xTVg2cTyhK
9:07 AM IST
মোদীর বাংলা সফরে আমন্ত্রিত মমতা
মোদীর বাংলা সফরে আমন্ত্রিত মমতা। সামনেই মোদীর হলদিয়ায় ২ প্রকল্পের সূচনা রয়েছে। প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে আমন্ত্রন জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাদ্যায়কে।
3:57 PM IST:
'ভেকধারী সরকারের ফেকধারী বাজেট' বাজেট নিয়ে ব্য়পক খোঁচা দিলেন উত্তরবঙ্গ সফরে এসে মমতা।
9:10 AM IST:
মানুষের রক্তের শেষ বিন্দু টুকু শুষে না নেওয়া পর্যন্ত তৃণমূলের নেতারা হয়তো থামবে না। চাল চুরি, কাটমানি এখন আবার গরু পাচার। তৃণমূল দলটা আসলে দুষ্কৃতীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে।
এবার নিশ্চিত ভাবে বাংলার মানুষ তৃণমূলকে করবে বিদায়। pic.twitter.com/xTVg2cTyhK
— BJP Bengal (@BJP4Bengal) February 1, 2021
মানুষের রক্তের শেষ বিন্দু টুকু শুষে না নেওয়া পর্যন্ত তৃণমূলের নেতারা হয়তো থামবে না। চাল চুরি, কাটমানি এখন আবার গরু পাচার। তৃণমূল দলটা আসলে দুষ্কৃতীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে।
এবার নিশ্চিত ভাবে বাংলার মানুষ তৃণমূলকে করবে বিদায়। pic.twitter.com/xTVg2cTyhK
9:09 AM IST:
মোদীর বাংলা সফরে আমন্ত্রিত মমতা। সামনেই মোদীর হলদিয়ায় ২ প্রকল্পের সূচনা রয়েছে। প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে আমন্ত্রন জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাদ্যায়কে।