তৃণমূলের দলত্যাগীদের তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া দেয় না। চোরেদের জেট প্লেনে করে দিল্লি নিয়ে যাচ্ছে। বললেন মমতা।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- 'আমাকে চমকে-ধমকে লাভ হবে না, ত্রিপুরায় চাকরি নেই', জনসভা থেকে বিজেপিকে তোপ মমতার
Election Live Update- 'আমাকে চমকে-ধমকে লাভ হবে না, ত্রিপুরায় চাকরি নেই', জনসভা থেকে বিজেপিকে তোপ মমতার
সামনেই ভোট, আর তার আগেই পার্থীদের খরচের উর্ধ্বসীমা আরও বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। বিধানসভা ভোটে পার্থী পিছু খরচের উর্ধ্বসীমা এতদিন ছিল ২৮ লাখ, এবার তা বেড়ে হল ৩০ লাখ। পার্থীদের খরচের পরিমাণ আরও বাড়ানো যায়, তা খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে কমিশন। অপরদিকে ভোটের জন্য রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-ক্যাম্পাসগুলিকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলল কমিশন।
- FB
- TW
- Linkdin
আগামী দিনেও তৃণমূল থাকবে। কোভিড পরিস্থিতির মধ্যেও রাজ্য সরকারি কর্মীরা বেতন পেয়েছেন। গীতাঞ্জলী স্টেডিয়ামে বললেন মুখ্যমন্ত্রী।
সিএএ, এনআরসি করতে দেব না। আইন প্রত্যাহার কর। বিজেপিকে তোপ মমতার।
বিজেপিতে কারা যায়, যাঁরা দাঙ্গা বাঁধায় তাঁরা যায়। কেউ টাকা করতে যাচ্ছে। কেউ ভালবেসে যায় না। বিজেপিকে তোপ মমতার।
বিজেপি দেশটাকে সর্বনাশ করছে। এরা বাঁচতে দেবে না। পেট্রোল-ডিজেলের দাম আরও বাড়িয়ে দিয়েছে। বললেন মমতা
মানুষের জন্য কিছু করলে. এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্য। ৪-৫ দিনের মধ্যেই ভোটের দিন ঘোষণা হবে। জনসভায় বললেন মমতা।
১৬ ফেব্রুয়ারির পরে রাজ্যে ভোটের দিন ঘোষণা। ৭-৯ দফায় বাংলায় ভোট হবে। এবার রাজ্য বিধানসভা ভোটে অনলাইনেও মনোনয়ন পত্র দেওয়া যাবে বলে কমিশন সূত্রে খবর।
ঝুলে থাকা ১০৭ টি আসন নিয়ে ৭ ফেব্রুয়ারী ফের বৈঠক বাম-কংগ্রেসের
মার্চের মোদীর বিগ্রেড সভার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য বিজেপি।
বৃহস্পতিবার বিকেলেই সেখান থেকে ফিরে কলকাতায় তৃণমূলের তফশিলি জাতি-উপজাতি সম্মেলনে হাজির থাকছেন মুখ্যমন্ত্রী।
এবার উত্তরবঙ্গ সফর শেষে বাংলার আরও ৩ জেলার সফরে যাবেন মমতা।
'গোলিমারো বললেই ভিতরে ঢুকিয়ে দেব', মমতা সতর্ক করা সত্বে ফের বেলাগাম হয়ে এমনটাই বললেন মদন মিত্র।