বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা। নবদ্বীপ থেকে সূচনা করলেন নাড্ডা।
৬ ফেব্রুয়ারি শনিবার ৩ ঘন্টার ঝটিকা সফরে মালদা আসছেন জেপি নাড্ডা। সকাল ১০ টা ৫০ নাগাদ মালদায় এসে পৌঁছাবেন তিনি। এদিকে নাড্ডার রথযাত্রা ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। একদিকে রথযাত্রা করবে বলে দাবি রাজ্য বিজেপির। তৃণমূল এবং রাজ্য-পুলিশ বলছে শুধু জনসভার অনুমতি রয়েছে, রথযাত্রা অনুমতি নেই। অপরদিকে রথযাত্রা ঘিরে জনস্বার্থ মামলার শুনানি শনিবার সকাল ১১টায়। মিলবে কি রথযাত্রার অনুমতি, যা শুধু এখন সময়ের অপেক্ষা। উল্লেখ্য, শনিবার মালদহের ইংরেজবাজার এবং মালদহ-এই ২ বিধানসভাতে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন জেপি নাড্ডা। মালদহের ডিস্কো মোড় এলাকায় প্রায় তিন হাজার কৃষকের সঙ্গে সহ ভোজ অংশ নেবেন তিনি। দলের কৃষক সুরক্ষা অভিযানের সমাপ্তি হবে মালদহে। বাড়ি-বাড়ি থেকে সংগ্রহ করা মুষ্টি ভিক্ষার চাল-ডাল দিয়ে তৈরি হবে খাবার। সকলের সঙ্গে সেই আহার সারবেন নাড্ডা।
বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা। নবদ্বীপ থেকে সূচনা করলেন নাড্ডা।
বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করলেন নাড্ডা
বাংলায় পদ্ম ফুটবেই,। জয় শ্রীরাম ধ্বনি এত ঘৃণা করেন কেন মমতা। নবদ্বীপ থেকে বললেন জেপি নাড্ডা।
নারী পাচার নিয়ে রাজ্যের শাসকদলকে তোপ জেপি নাড্ডার। বাংলায় মহিলাদের উপর অত্যাচার চলছে। তার জন্য পরিবর্তন প্রয়োজন। রথযাত্রার সূচনা করে বললেন জেপি নাড্ডা।
বিজেপির দফতরের সামনে কংগ্রেসের বিক্ষোভ
ইংরেজ বাজারে প্রায় ১ কিমি রোড শো নাড্ডার। এরপর নবদ্বীপে চটির মাঠে জনসভা কেন্দ্রীয় সভাপতির।
মালদহের সাহাপুরে মধ্যাহ্নভোজ সেরে শ্য়ামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করলেন নাড্ডা।
৩৫ লক্ষ কৃষক, সুরক্ষা অভিযানে যুক্ত। ৩৩ হাজার গ্রামে আমরা পৌছেছি', কৃষক সুরক্ষা অভিযানে এসে বলেন জেপি নাড্ডা।
২৫০০ কৃষকদের সঙ্গে সহভোজ সারছেন নাড্ডা। মেনুতে খিচুড়ি-৫ সব্জির তরকারি
'কৃষকদের সঙ্গে অন্যায় করেছেন মমতা' সাহাপুরে জানালেন নাড্ডা।
সাহাপুরে কৃষক সুরক্ষা অভিযানে জেপি নাড্ডা। ঘুরে দেখছেন কৃষির একাধিক স্টল।
আমগবেষেণা কেন্দ্রে এসে তিনি বলেন, বিকেলের মধ্যে রথযাত্রা নিয়ে খবর জানা যাবে। অর্থাৎ শনিবার বিজেপির রথযাত্রার অনুমতি নিয়ে এখনও পরিষ্কার কোনও চিত্র মেলেনি।
মালদহে জেপি নাড্ডা, আম গবেষণা কেন্দ্র ঘুরে দেখছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি।
শনিবার মালদা পৌছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলীয় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।কেন্দ্রীয় সভাপতিকে স্বাগত জানাল BJP-র শীর্ষ নের্তৃত্ব।
আজ কাঁথিতে সভা অভিষেকের। শুভেন্দু গড়ে গিয়ে কী বার্তা দেবেন তৃণমূলের যুবরাজ।
কলকাতা থেকে ইতিমধ্যেই মালদা উদ্দেশে রওনা দিয়েছেন জেপি নাড্ডা
নাড্ডার সফর ঘিরে উত্তেজনা মালদহে, ছেড়া হল ফ্লেক্স-কাঠগড়ায় যুব তৃণমূল