শাহ সফর ঘিরে উত্তাল সোনাঝুরি। রবিবার অমিত শাহের বোলপুর সফর ঘিরে বিক্ষোভে বামপন্ত্রী সংগঠনের সদস্যরা। পাশাপাশি শান্তিনিকেতনে অমিত শাহের পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির অবস্থান নিয়ে পোস্টার-বিতর্ক। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি সামনে অবস্থান-বিক্ষোভে টিএমসিপি।
- Home
- West Bengal
- West Bengal News
- 'মমতাকে হারাবেন বাংলার ভূমিপুত্রই, দিল্লির লোকের প্রয়োজন নেই', বললেন অমিত শাহ
'মমতাকে হারাবেন বাংলার ভূমিপুত্রই, দিল্লির লোকের প্রয়োজন নেই', বললেন অমিত শাহ
শনিবারের ঐতিহাসিক সভা শেষ হতে অমিত শাহকে আরও একবার জড়িয়ে ধরেন শুভেন্দু। জানা গিয়েছে, শুভেন্দুকে তাঁর সঙ্গে কলকাতায় যাওয়ায় প্রস্তাব দেন তিনি। সেই মতো অমিত শাহের হ্যালিকপ্টারে ওঠেন তিনি। শুভেন্দুকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।রবিবার বোলপুরে যাওয়ার কথা অমিত শাহের। সেখানে রোড শো সহ একাধিক কর্মচূচি রয়েছে তাঁর। সেখানেই অমিত শাহের সঙ্গে থাকতে পারেন শুভেন্দু।
- FB
- TW
- Linkdin
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রোড শো ঘিরে জনপ্লাবন বোলপুরে। প্রচুর মানুষের সমাগম হয়। হনুমান মন্দির স্টেডিয়াম থেকে শুরু হয় মিছিল। এটি শেষ হওয়ার কথা বোলপুর সার্কেলে।
বাউল গান শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব।
বাউল শিল্পীর বাড়িতে পৌছে গিয়েছেন শাহ। উপভোগ করছেন সংগীত। এখানই তিনি আজ সারবেন মধ্যাহ্নভোজন।
শিল্পীসত্তার উন্মেষ, স্বয়ং মা সরস্বতীর অধিষ্ঠান কণ্ঠে। ১১ বছর বয়সী বাউল শিল্পী বর্ষা দাস। শ্যামবাটিতে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের আগমন উপলক্ষ্যে।
শান্তিনিকেতনে নিজের প্রতিক্রিয়া লিখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিশ্বভারতীর উপাসনা গৃহ,সঙ্গীতভবনে গান উপভোগ করার পর বাংলাদেশ ভবনে এবার অমিত শাহ। বাংলাদেশ ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ। তাঁর আগমন উপলক্ষ্যে চলছে বিশেষ নৃত্য প্রদর্শনী।
বোলপুর তৈরী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাতে। দেখুন নীচে ছবি।
বিশ্বভারতীতে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘুরে দেখলেন উপাসনা গৃহ। এবার মননিবেশ সঙ্গীত ভবনে। গান শুনছেন রবিঠাকুরের দেশে।
দুদিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পৌঁছে গেছেন বিশ্বভাবকতীতে। সেখানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবিগুরুকে।
বিশ্বভারতীতে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘুরে দেখছেন উপাসনা গৃহ।
বোলপুর পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন অমিত শাহ। নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন অমিত শাহ। আজ সফরের দ্বিতীয় দিনে তিনি যাচ্ছেন বীরভূম।
রবিবার বীরভূমের পারুলডাঙায় মধ্যাহ্নভোজ সারবেন শাহ। খেয়ে উঠেই রওনা দেবেন রোড শ্যো উপলক্ষে হনুমান মন্দির স্টেডিয়াম থেকে বোলপুর চৌরাস্তার উদ্দেশ্যে।
রবিবার বাংলা সফরের দ্বিতীয় দিনে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন অমিত শাহ। সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা ৪০ অবধি সেখানে থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রীর।