টিকিট না পেয়েই তৃণমূল ছেড়ে বিজেপি-র দিকে পা বাড়ালেন দীনেশ বাজাজ। এদিন সন্ধ্যায় তিনি দেখা করেন মুকুল রায়ের সঙ্গে।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update-৬০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ, জোট নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা বিমানের
Election Live Update-৬০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ, জোট নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা বিমানের
নন্দীগ্রামে সম্ভবত হাড্ডাহাড্ডি লড়াই শুভেন্দু মমতার। একদিকে যেমন এবার নন্দীগ্রাম থেকে প্রার্খী হচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। অপরদিকে নন্দীগ্রামে শুভেন্দুকে দাঁড় করাতে পারে বিজেপি। বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে এমনই সম্ভাবনার কথা উঠে এসেছে। দিল্লির বৈঠকে ন্নদীগ্রামে লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করেছেন শুভেন্দুও। অপরদিকে ভোটের আগে শুক্রবার পশ্চিমবঙ্গে আসছেন নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। প্রথম দফায় নির্বাচন হবে যে জেলা গুলিতে সেখানকার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা।
- FB
- TW
- Linkdin
দেখে নিন তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা -
প্রার্থী ঘোষনা হতেই পাশকুড়ার জনসভা থেকে মমতাকে নিশানা শুভেন্দুর। এদিন শুভেন্দু বলেন, 'ভবানীপুরে দাঁড়ালে যত ভোটে হারতেন, তার তিনগুন ভোটে মমতা বন্দ্য়োপাধ্যায়কে হারাবো'
কেজুরিতে সিপিএমের হিমাংশু দাশ
ঘাটালে সিপিএমের কমল দলুই
বিমান বসু ঘোষণা করলেন না কংগ্রেস ও আইএসএফ প্রার্খীদের নাম।
গোসাবায় সিপিএমের অনিল মন্ডল
শালবনীতে প্রার্থী হচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দাপুটে সিপিএম নেতা সুশান্ত ঘোষ।
এদিন প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও এখনও বেশ কয়েকটি কেন্দ্রে জোটের জট কাটেনি বলে জানালেন বিমান বসু।
প্রার্থী পদ ঘোষণার সময় আইএসএফ-এর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে রয়েছেন দলের সভাপতি শিমুল সোরেন।
আর কিছুক্ষণের মধ্যেই প্রার্থী তালিক ঘোষণা করবে সংযুক্ত মোর্চা। রয়েছেন বিমান বসু।
উত্তর বঙ্গের তিনটি আসনে প্রার্থী দেবে না তৃণমূল জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যা।
গ্যাসের দাম বাড়ার প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস। সিলিন্ডার নিয়ে মিছিল করবে ঘাসফুল। ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যা।
কেন্দ্র ও রাজ্য পুলিস একসঙ্গে কাজ করবে। আশা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণ ভোটের আবেদন জানিয়েছেন। বহিরাগতদের বাংলায় কোনও স্থান হবে না বলেও জানিয়েছেন তিনি।
উলুবেড়িয়া পূর্ব থেকে তৃণমূল প্রার্থী প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, হাওড়া শিবপুর থেকে তৃণমূল প্রার্থী ক্রিকেটার মনোজ তিওয়ারি।
এবার শুধু নন্দী্গ্রাম থেকে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে তাঁর ছেড়ে দেওয়া আসনে দাঁড়াচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়।
তৃণমূল ভবন থেকে প্রার্থী তালিকা ঘোষণা করছেন মমতা -
টলিউড থেকে সায়ন্তিকা, লাভলি, কাঞ্চন মল্লিক (উত্তরপাড়া), রাজ চক্রবর্তী (ব্যারাকপুর) প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের।
৫০ জন মহিলা প্রার্থী দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এছাড়া ৭৯ জন উপজাতি প্রার্থী এবং ১৭ জন আদিবাসী প্রার্খী দিচ্ছে তৃণমূল কংগ্রেস।