- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- বাড়ি ফিরলেন মমতা নন্দীগ্রাম দিবসে ইস্তাহার প্রকাশ তৃণমূলের
Election Live Update- বাড়ি ফিরলেন মমতা নন্দীগ্রাম দিবসে ইস্তাহার প্রকাশ তৃণমূলের
মমতার অসুস্থতার জন্য শনি-রবিবার তাঁর রাজনৈতিক কর্মসূচি স্থগিত করল তৃণমূল। সোমবার জেলা সফর শুরু করবেন দলনেত্রী। নন্দীগ্রামে আহত হওয়ার পর মমতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। এদিন ভিডিওবার্তায় মমতা জানিয়েছে, ২-৩ দিনেই তিনি ময়দানে নামবেন , তবে হেঁটে নয় , হুইল চেয়ারে। অপরদিকে, তৃণমূলের অভিযোগ খারিজ করে কড়া ভাষায় পাল্টা চিঠি কমিশনের। উল্লেখ্য নন্দীগ্রামে গিয়ে আহত হন মমতা। তাঁর চোট নিয়ে বৃহস্পতিবার সকালেই কমিশনে গিয়ে অভিযোগ জানিয় রাজ্যের শাসক দল। চিঠিতে বলা হয়েছিল,' ডিজি বদলের পরেই নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোর উপর হামলা হয়েছে।' সেই অভিযোগ খারিজ করে উল্টে সংবিধানের ৩২৪ ধারা টেনে এনে রাজ্যের শাসকদলকে কড়া চিঠি পাঠিয়েছে কমিশন।
- FB
- TW
- Linkdin
নন্দীগ্রামে আহত মমতার ঘটনায় মেদিনীপুরে কমিশনের ২ পর্যবেক্ষক
রাজ্য জুড়ে তৃণমূলের মৌনমিছিল শুরু। বেহালা,গড়িয়াহাট, খিদিরপুর শহর ও শহরতলি জুড়ে ইতিমধ্য়েই শুরু হয়েছে মমতার ুপর 'হামলা'-র প্রতিবাদে মৌন মিছিল তৃণমূলের।
১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে ইস্তাহার প্রকাশ তৃণমূলের। প্রথমে চলতি সপ্তাহের মঙ্গলবার ইস্তাহার প্রকাশ করবে বলে ঠিক করে পরে তা পিছিয়ে বৃহস্পতিবার নিয়ে যাওয়া হয়। কিন্তু নন্দীগ্রামে গিয়ে হামলায় আক্রান্ত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্য়ায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তবে আগের থেকে সুস্থ। হাসপাতাল থেকে ছুটি নিতেও ইচ্ছাপ্রকাশ করেছেন মমতা। তাই তৃণমূল সুপ্রিমোর সুস্থ হওয়ার পরেই ১৪ মার্চ ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল।
মার্চেই আরও ৪ বার মোদী আসবেন বঙ্গ সফরে। ১৮, ২০, ২২, ২৪ রাজ্য়ে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর
SSKM এ উডবার্ন ব্লকে কলকাতা পুলিশের স্নিফার ডগ
হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয়া মুখ্যমন্ত্রী কে দেখতে এসএসকেএম হাসপাতালে এলেন
গুলিবিদ্ধ আহত বিজেপির বুথ সভাপতি সঞ্জয় দাসের বাড়িতে কেন্দ্রীয় জল সম্পদ প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখায়াত
'মমতার শারীরিক অবস্থার খবর মোদী-শাহ-নাড্ডা কেউ নেননি, মৌন মিছিল করব আঝ দুপুরে'- বলেন পার্থ চট্টোপাধ্যায়
সুমিত দে, সঞ্জয় চক্রর্তী, দিলীপ সর্দার সহ বিভিন্ন জেলার বিভিন্ন নের্তৃবৃন্দ্র আজকে তৃণমূলে যোগদান করলেন
হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে আজ মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু
আজ মনোনয়ন পত্র জমা দেবেন বাম প্রার্থী মীনাক্ষী
প্রাক্তন যুব মোর্চার জেলা সভাপতি ভক্ত রায়ের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের শ্মশান কলোনি এলাকায়। বিজেপির দাবি দীর্ঘদিন ধরে বিজেপি করার অপরাধে তার উপরে বারংবার আক্রমণ করা হয়।তবে তৃণমূল নেতৃত্ব অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা বলে পাল্টা দাবি করেছেন।
তৃণমূলের অভিযোগ জানানোর পর কমিশনের কাছে যাচ্ছে BJP
হলদিয়ায় ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে মহাকুমা শাসকের দফতরের মনোনয়ন জমা দিতে যাবেন বিজেপি প্রার্থী। শুভেন্দুর সঙ্গে থাকার কথা স্মৃতি ইরানি এবং বাবুল সুপ্রিয়র।
নন্দীগ্রামে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দিতে হলদিয়ায় শুভেন্দু
রাতে ঘুম ভালো হয়েছে মমতার। চিকিৎসায় সাড়া দিচ্ছেন মমতা। রাতে ঘুম ভালো হয়েছে মুখ্যমন্ত্রীর। পায়ের ফোলা কিছুটা কমেছে। ঘাড়,কাঁধ, কবজির ব্যথাও কমেছে। এমনটাই জানিয়েছে এসএসকেম হাসপাতাল।