করোনা আক্রান্ত এগরার বিজেপি প্রার্থী অরূপ দাস। গৃহবন্দি অবস্থায় রয়েছেন, প্রচারে অংশ নিতে পারছেন না তিনি।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update-রাজ্য়ে নির্বাচনী প্রচারের ঝড় তুললেন শাহ-পাল্টা মমতা, ওদিকে শেষবেলায় সভায় রাজনাথ-যোগীও
Election Live Update-রাজ্য়ে নির্বাচনী প্রচারের ঝড় তুললেন শাহ-পাল্টা মমতা, ওদিকে শেষবেলায় সভায় রাজনাথ-যোগীও
রাজ্যে বোমাবাজি ও অশান্তির ঘটনায় বিরক্ত হয়ে এক পর্যবেক্ষককে অপসরণ করল কমিশন। বুধবার শিলিগুড়িতে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এই প্রসঙ্গে পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক ও রাজ্যের মুখ্যসচিব-সহ পুলিশকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। সমস্যাগুলি মেটাতে সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে। সরানো হয়েছে এক পর্যবেক্ষককে। ওদিকে মোদীর সভার দিন শিশির পুত্র দিব্যেন্দুর বিজেপিতে দল বদলের সম্ভবনায় জল্পনা ছিল তুঙ্গে। কারণ পরিবারের দুই ভাই শুভেন্দু-সৌমেন্দু এবং বাবা শিশির অধিকারী প্রত্যেকেই মমতার বিরুদ্ধে লড়বেন। এদিকে এমন পরিস্থিতিতে দিব্যেন্দু জানিয়েছেন, মমতা আবেগতাড়িত হয়ে নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছেন। দাঁড়ানো উচিত হয়নি কারণ নন্দীগ্রামের মানুষ মমতার সঙ্গে নেই। এখানেই শেষ নয় দিব্য়েন্দু আরও বলেছেন, পদ্মফুল ভারতের জাতীয় ফুল। তাকে উপড়ে ফেলার ক্ষমতা কারও নেই। হিন্দু ধর্মে পুজো করতে ১০৮ টি পদ্মফুল লাগে। ওটা উপড়ে ফেলার ক্ষমতা ওনার মতো মানুষের আছে বলে মনে হয় না।'
- FB
- TW
- Linkdin
দিনহাটার মৃত বিজেপির নেতার বাড়িতে কৈলাস বিজয়বর্গীয়
বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করে অবস্থান-বিক্ষোভ মেদিনীপুরে
তৃণমূলের জাভেদ খানের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগে কমিশনে যাচ্ছে সিপিএম।
যে বাংলার মাটিতে রবীন্দ্র সংগীত শোনা যেত-সেই বাংলায় আজ কেবল বোমার শব্দ শোনা যায়-রাজনাথ সিং
চন্দ্রকোণায় প্রচারে যোগী আদিত্যনাথ
কেশিয়ারীতে মিঠুনের রোড শো
প্রথম দফার আগেই সরানো হল আধিকারিকদের। সরানো হল এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংকে, এসপি ডায়মন্ডহারবার অভিজিত বন্দ্য়োপাধ্যায়কে, ডিইও ঝাড়গ্রাম আয়েশা রানিকে, ডিসি সাউথ সুধীর নীলকান্তকে, কোচবিহারের এসপি কে কান্ননকে। যদিও এই ঘটনায় মমতা কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, 'এখন অফিসার বদলানোর খেলায় নেমেছে । ডিএম-এসপি বদলালেও কিছু যায় আসে না।'
কমিশন বিমাতৃসুলভ আচরণ করছে-মমতা
'নির্বাচন কমিশন-BJP-র কমিশনে পরিণত'-মমতা
জয়পুরে রাজনাথ সিং
বান্দোয়ানে অভিষেক
গোপীবল্লভপুরে অমিত শাহ
'কেন ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌছায়নি, বিজেপি ক্ষমতায় আসলেই ঘরে ঘরে পৌছবে পানীয় জল'- প্রতিশ্রুতি শাহর
'স্কিম চাইলে মোদীকে-স্ক্যাম চাইলে তৃণমূলকে ভোট'' পুরুলিয়ার বাঘমুন্ডিতে শাহ
'সিধু-কানুর ভূমিকে প্রণাম' পুরুলিয়ার বাঘমুন্ডিতে শাহ
ভবানীপুর জৈন মন্দির পুজো দিয়ে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ ভোট প্রচার শুরু করলেন ভবানীপুর বিভিন্ন এলাকায়