- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update-হাওড়ায় মমতা, ওদিকে আমতায় প্রচারের ঝড় তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
Election Live Update-হাওড়ায় মমতা, ওদিকে আমতায় প্রচারের ঝড় তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
রাজ্যে তৃতীয় দফার ভোটের আগে বীরভূমের মুরারই বিধানসভা কেন্দ্রে প্রার্থীবদল করল তৃণমূল। আবদুর রহমানকে বদলে নতুন প্রার্থী করা হয়েছে মোসারফ হোসেনকে। ওদিকে তৃতীয় দফার ভোটের আগে ৩ পুলিশ অফিসারকে সরালো নির্বাচন কমিশন। আলিপুরদুয়াররের পুলিশ সুপার অমিতাভ মাইতি, ডায়মন্ড হারবারের পুলিশ কমিশনার মিঠুন দে এং চন্দন নগররে ডেপুটি পুলিশ কমিশনার তথাগত বসুকে সরিয়ে দিল কমিশন।
- FB
- TW
- Linkdin
' লুটপাট ও রক্তক্ষরণ করে চলেছে তৃণমূল সরকার'-অমিত মালব্য
কয়লাকাণ্ড সহ একাধিক কেলেঙ্কারি-নিয়ে মমতা-অভিষেককে নিশানা শুভেন্দু-মালব্যর
রবিবাসরীয় প্রচার সারলেন বিধান নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত
বেহালার পূর্বের প্রার্থী পায়েল সরকারের উপর হামলার অভিযোগ
BJP কর্মীদের উপর হামলা- বোমাবাজি-ফের উত্তপ্ত নানুর
আজ বিকেলে সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে মিছিল
রায়নায় তৃণমূলের প্রার্থী আক্রান্ত হতেই আটক ৫ বিজেপি কর্মী
আজ ৩ জেলায় সভা মমতার। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণায় সভা করবেন তৃণমূল সুপ্রিমো।
তৃতীয় দফার ভোটের আগে ৩ পুলিশ অফিসারকে সরালো নির্বাচন কমিশন। আলিপুরদুয়াররের পুলিশ সুপার অমিতাভ মাইতি, ডায়মন্ড হারবারের পুলিশ কমিশনার মিঠুন দে এং চন্দন নগররে ডেপুটি পুলিশ কমিশনার তথাগত বসুকে সরিয়ে দিল কমিশন।
রাজ্যে তৃতীয় দফার ভোটের আগে বীরভূমের মুরারই বিধানসভা কেন্দ্রে প্রার্থীবদল করল তৃণমূল। আবদুর রহমানকে বদলে নতুন প্রার্থী করা হয়েছে মোসারফ হোসেনকে।