'করোনা ভ্যাকসিন পর্ব শেষ হলে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু' জানালেন অমিত শাহ।
- Home
- West Bengal
- West Bengal News
- Bengal Election live update 2021- 'CAA নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে', ঠাকুরনগরে মমতাকে তোপ শাহ-র
Bengal Election live update 2021- 'CAA নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে', ঠাকুরনগরে মমতাকে তোপ শাহ-র
বৃহস্পতিবার কোচবিহারে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে তিনি দেখা করলেন গ্রেটার কোচবিহার পিপেল্স অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজের সঙ্গে।
- FB
- TW
- Linkdin
'CAA নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে', ঠাকুরনগরে জানালেন মোদী
মতুয়া মঞ্চে শুভেন্দু অধিকারী এবং স্বপন দাশগুপ্ত
BSF এর বিশেষ বিমানে কলকাতা পৌছলেন অমিত শাহ
বামেদের নবান্ন অভিযানে আহত ডিসিপি সহ একাধিক পুলিশ কর্মী। রণক্ষেত্র ডোরিনা ক্রসিং। আহতেদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
' ২৫০ কোটি দিয়ে পঞ্চানন মূর্তি বানাবে কেন্দ্র', ঘোষণা অমিত শাহ-র
বামেদের নবান্ন অভিযান রুখতে তৎপর পুলিশ। তৈরি রাখা হয়েছে জলকামান, ব্য়ারিকেড। কাঁদানে গ্যাস।
কোচবিহারের সভা থেকে চলো পাল্টাই স্লোগান। বাংলায় পরিবর্তনের ডাক অমিত শাহর
বাংলায় ডাবল ইঞ্জিনের সরকার প্রয়োজন। তবেই বাংলার উন্নয়ন হবে।
ঘরে ঘরে গিয়ে পরিবর্তনের আওয়াজ তুলুন। এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে। হিংসার রাজনীতির অবসান ঘটিয়ে সোনার বাংলা হবে।
ভাইপোর কল্যাণের জন্য এই তৃণমূল সরকার। কবে ভাইপো মুখ্যমন্ত্রী হবেন। তা নিয়ে চিন্তা করছে বিজেপি। মমতার দিদির ব্যর্থ প্রশাসন।
কোচবিহারের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ
মমতা দিদি কেন কৃষকদের বঞ্চিত করছেন? মোদীর প্রশংসা করবেন বলে। জয় শ্রীরাম দেশে নয় তো কি, পাকিস্তানে বলবে?
বিজেপি-তৃণমূলকে কটাক্ষ শাহর। এদের জমানায় বাংলার উন্নয়ন হয়নি। বললেন শাহ
প্যারা মেলেটারি বাহিনী থাকবে নারায়ণী সেনা। নারায়ণী সেনার প্রশিক্ষণ হবে। নতুন নামকরন হবে। বললেন শাহ।
রাজবংশীদের শুভেচ্ছা জানালেন শাহ। নারায়ণী সেনার নাম শুনলে, দিনে তারা গুনতে বাধ্য় করে।
২০০-র বেশি আসনে জিতবে বিজেপি। অনেক সুযোগ দিয়েছেন মমতা দিদিকে। এবার নরেন্দ্র মোদীকে সুযোগ দিন।
বুয়া-ভাতিজার পরিবর্তন যাত্রা। কৃষকদের সুরক্ষার জন্য পরিবর্তন যাত্রা। হিংসার বিরোধিতায় পরিবর্তন যাত্রা। বললেন শাহ
অনুপ্রবেশ নিয়ে মমতাকে কটাক্ষ শাহর। অনুপ্রবেশ রোখার জন্য পরিবর্তন যাত্রা। পায়রাও ঢুকতে পারবে না। এমন বাংলা তৈরি করব। বলেলন শাহ
রথযাত্রা নিয়ে তৃণমূলকে জবাব শাহর। এটা কোনও মুখ্যমন্ত্রীর বদলের জন্য পরিবর্তন যাত্রা নয়। এই পরিবর্তন যাত্রা বাংলার পরিস্থিতির জন্য।