সংক্ষিপ্ত

বগটুইহত্যাকাণ্ডে পলিগ্রাফ টেস্টে রাজি নয় অভিযুক্তরা। আনারুল সহ অন্যান্য অভিযুক্তদের জন্য সিবিআই-র আবদেন করা পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল না আদালত।  

বগটুইহত্যাকাণ্ডে পলিগ্রাফ টেস্টে রাজি নয় অভিযুক্তরা। আনারুল সহ অন্যান্য অভিযুক্তদের জন্য সিবিআই-র আবদেন করা পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল না আদালত। ফলত বগটুইহত্যাকাণ্ড মামলায় কার্যত ধাক্কা খেল সিবিআই। আদালত সাফ জানিয়েছে, এই ক্ষেত্রে পলিগ্রাফ টেস্টে কোনও অভিযুক্তের আপত্তি থাকলে করা যাবে না ওই পরীক্ষা। এবিষয়ে সরকারি আইনজীবী সুরজিৎ সিনহা জানিয়েছেন, আনারুলের আইনজীবী উপস্থিত ছিলেন না। সেই কারণে আগামী ১৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে।

গত ২১ মার্চ বড়শাল গ্রামের উপপ্রধান ভাদু শেখ খুন হন। এরপরেই বগটুইয়ের একাধিক জনকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। মৃতদের পরিবারের অভিযোগ, 'ব্লক সভাপতি আনারুলের নির্দেশেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গ্রামে। ভাদু খুনের আসামিরাই নিজেদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে হত্যালীলা চালিয়েছে। তৃণমূলকে বদনাম করতেই এই ঘটনা ঘটিয়েছে।' যদিও অভিযুক্তদের থেকে জেরায় এই একই তথ্য পেয়েছে সিবিআই। জানা গিয়েছে, রীতিমতো পেট্রোল পাম্প থেকে ডিজেল কিনে আগুন লাগানো হয়।

আরও পড়ুন, ভাদু শেখ খুনের মামলাতেও তদন্ত করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এদিকে আনারুল হোসেনকে গ্রেফতারির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তারাপিঠ থেকে আনারুলকে গ্রেফতার করে সিট। যদিও আনারুলের দাবি, সে নিজেই আত্মসমর্পণ করেছে। এদিকে সিট-র হাত থেকে মামলা সরিয়ে নেওয়া হয়। সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেখানে বগটুইহত্যাকাণ্ডের তদন্তে আনারুল-সহ আটজনের পলিগ্রাফ টেস্টের আবেদন জানায় সিবিআই। তার পক্ষের আইনজীবী অনির্বান গুহঠাকুরতা বলেন, আবেদনের দিন তাঁর মক্কেল আনারুলকে আদালতে হাজির করা হয়নি। তার সম্মতি নেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট পলিগ্রাফ টেস্টের জন্য যে সাত -আট দফা নির্দেশ দিয়েছে তা মানা হয়নি। 

আরও পড়ুন, 'লড়াই জারি রাখো, আমরা তোমার সঙ্গে আছি', বালিগঞ্জ প্রার্থী সায়রাকে সস্ত্রীক আশীর্বাদ বুদ্ধদেবের

আইনজীবী অনির্বান গুহঠাকুরতা আরও বলেন, পলিগ্রাফ টেস্ট করে একটি স্বাধীন সংস্থা। তাই তাঁদের রিপোর্ট কতটা গ্রহণযোগ্য হবে। হাসাপাতেলর অধীনে তার আইনজীবীর সামনে পলিগ্রাফ পরীক্ষা করার নিয়ম রয়েছে। সিবিআই যা উপেক্ষা করেছে। তাই আমরা তার বিরোধীতা করেছি। বিচারক আমাদের আবেদনে সিবিআই-র আবদেন করা পলিগ্রাফ টেস্টের অনুমতি দেয়নি।পাশাপাশি একজন বিচারককে এই পরীক্ষায় অভিযুক্তদের এবিষয়ে সম্মতি আছে কিনা, জানতে বলা হয়েছে।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার একাধিক বাজারে ইবি-র হানা, চড়া দামের কারণ কী

অপরদিকে, আদালত এবার আনারুল সহ ধৃত ২১ জনের জামিন নাকচ করে দেয়। আনারুলকে ২১ এপ্রিল এবং বাকিদেরকে ২০ এপ্রিল ফের হাজিরার নির্দেশ দেন বিচারক। আনারুলের আইনজীবী দাবি করেছেন, সিবিআই হেফাজতে থাকাকালীন, তার মক্কেলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।যা গ্রেফতারের পর আনারুলের ছেলে সিবিআই-র হাতে পৌছে দিয়েছে। এটিও বিধি মেনে বাজেয়াপ্ত করা হয়নি বলে অভিযোোগ করেছেন আনারুলের আইনজীবী।