সংক্ষিপ্ত

  • গতীপথ বদলাচ্ছে যশ
  • বর্তমানে কোন পথে এগোচ্ছে ঘূর্ণিঝড়
  • কলকাতা বা বাংলার পরিসস্থিতি কেমন থাকবে
  • কী বলছে আবহাওয়া বিদ 

ক্রমশই শক্তিবাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)। বুধবার সন্ধ্য়ের দিকে এটি ১৫৫-১৬৫ কিলোমিটার গতিবেগে  স্থলভাগে প্রবেশ করতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ধেয়ে আসছে যশ, গত কয়েকদিন ধরেই এই একটাই খবরে নজর রেখে চলেছে গোটা বাংলা। আমফানের ঠিক এক বছরের মাথায় আবারও এক ঘূর্ণিঝড়, ঠিক কতটা প্রভাব ফেলতে চলেছে বাংলায়, সকলের মনে কৌতুহল, ২০২০ স্মৃতি ফিরবে না তো! এবার সাফ জানালো হআবহাওয়া অফিস, ঠিক কতটা শক্তি বাড়িয়েছে যশ। 

আরও পড়ুন- ধেয়ে আসছে 'যশ', দীঘায় জলচ্ছাস

যশ বর্তমানে বাংলা থেকে বেশ কিছুটা সরে গিয়ে গতিপথ বদলিয়েছে। যার জেরে সামান্য হলেও পরিবরিতন হল আবহাওয়ার পূর্বাভাস। যে ভয়ানক ঝড়ের আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে তা বর্তমানে কিছুটা হলেও কমল। রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ২৫ ও ২৬ তারিখে। তবে যশের দাপট সেভাবে প্রভাব ফেলবে না বাংলায়। বৃষ্টি হবে ২৫ তারিখ- পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে। 

বুধবার এই বৃষ্টির দাপট বাড়বে- দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমানে। বৃহস্পতিবার মালদহ, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, জলপাইগুড়ি, সিকিম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ও মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কমবে ঝড়ের দাপটও। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে বৃষ্টি হবে মাঝারি, ঝড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে। বেশ কিছু জেলার ক্ষেত্রে এই গতি বেড়ে দাঁড়াবে ১১০-১১৫ কিলোমিটারের কাছাকাছি।