সংক্ষিপ্ত

সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে ২৫ মার্চ এডমিট বিতরণের ক্যাম্প হবে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য। ওইখান থেকেই একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। 

উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam 2022) আগেই মেদিনীপুর শহরে (Midnapur) প্রস্তুতি বৈঠক করলেন পর্ষদ কর্তারা। বুধবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) মেদিনীপুর আঞ্চলিক বিভাগের বিভিন্ন আধিকারিক ও শিক্ষকদের নিয়ে প্রস্তুতি বৈঠক (Preparatory meeting) ছিল। বৈঠক শেষে একাধিক নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

এদিন সংসদ সভাপতি বলেন- এই প্রথম নিজের স্কুলে পরীক্ষার কেন্দ্র হচ্ছে উচ্চমাধ্যমিক নেওয়ার ক্ষেত্রে। করোনা পর্বের মানসিক পরিবর্তনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। প্রতি পরীক্ষা কেন্দ্রে একজন করে স্পেশাল অবজারভার বা সরকারি আধিকারিক থাকবেন। প্রয়োজন অনুযায়ী সিসিটিভি সার্ভেলেন্স থাকবে। মোট ৬৭২৭ টি পরীক্ষাকেন্দ্র হচ্ছে। 

আরও পড়ুন- মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল-গোলাপ, অটোতে-বাসে বিনামূল্যের পরিষেবা শহরতলিতে

সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে ২৫ মার্চ এডমিট বিতরণের ক্যাম্প হবে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য। ওইখান থেকেই একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। 

তবে বীরভূমের কাণ্ডের পর ওই এলাকায় সংলগ্ন ছাত্র-ছাত্রীদের মানসিক পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে সরকারের সঙ্গে কথা বলে অন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে কিনা সে বিষয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

আরও পড়ুন- মাধ্যমিকের প্রথম দিনেই সন্তান প্রসব, কোলে মেয়ে নিয়ে পরীক্ষা দিলেন সদ্য মা

কী কী মানতে হবে পরীক্ষার্থীদের

১. অ্যাডমিট কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নিয়ম ছাড়াও এবারের পরীক্ষায় থাকছে কোভিড বিধি সংক্রান্ত কিছু বিশেষ নির্দেশাবলী। সরকারি কোভিড বিধি অনুযায়ী প্রয়োজনীয় দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলিকে প্রতিটি বেঞ্চে দু’জন করে পরীক্ষার্থী বসানোর ব্যবস্থা করতে হবে।

২. পর্ষদ জানিয়েছে, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে ছাত্র ছাত্রীরা। 

৩. এদিকে সদ্য প্রকাশিত পর্ষদের নির্দেশিকায় আরও বলা হয়েছে, সঠিক অ্যাডমিট কার্ড না দেখাতে পারলে বা পরীক্ষাকেন্দ্রে কোনও অসদুপায় অবলম্বন করলে সেই পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হবে। 

৪. গত কয়েক বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় দেদার টোকাটুকির খবর সামনে আসে। এই বিষয়টি রুখতেই পর্যদের তরফে এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

৫. এবছর স্পর্শকাতর কেন্দ্রে বসানো হবে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera)। প্রশ্ন পত্র ফাঁস ও টুকলি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রতি বছরের মতো এবছরও পরীক্ষা কেন্দ্রে থাকবে ১৪৪ নম্বর ধারা।

সকাল দশটা থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক। শেষ হবে বেলা ১টা ১৫ মিনিটে। এবার নিজের স্কুলেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। সে কারণেই প্রত্যেক স্কুলে বিশেষ পর্যবেক্ষক থাকবেন। তাঁর নজরদারিতেই হবে পরীক্ষা। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত। প্র্যাকটিক্যাল পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল সংসদ। সেই মতো প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে।