সংক্ষিপ্ত

কলকাতা পুলিশের উদ্যোগে প্রতিমা সুরক্ষিত রাখার জন্য বড় বড় গাছের ডাল ছেঁটে দেওয়ার প্রস্তুতি নিয়েছে কলকাতা পুরসভা। আরেকদিকে, কোন দিক থেকে প্রতিমা তুলে কোন পথে এগোতে হবে, তা-ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

বাংলায় শুরু হয়ে গেছে পুজোর মরশুম। কাঁসর, ঘণ্টা, আর ‘বলো দুগ্গা মাইকি!’ জয়ধ্বনি নিয়ে মণ্ডপে পৌঁছে যাবেন মা দুর্গা। উত্তর কলকাতার কুমোরপাড়া থেকে তাঁর ঠাঁই হবে প্যান্ডেলে প্যান্ডেলে। বিশাল বিশাল প্রতিমা নিয়ে যাওয়ার সময় থেকেই চূড়ান্ত যানজট তৈরি হতে পারে কলকাতার রাস্তাঘাটে। তাই, বাগবাজার কুমোরটুলির জন্য এখন থেকেই ‘রুট স্ট্র‌্যাটেজি’ তৈরি করছে লালবাজার পুলিশ বিভাগ।

প্রতিমা বহনকারী গাড়িগুলি কুমোরটুলিতে ঢুকে কোন রাস্তা ধরে মণ্ডপের দিকে যাবে, সেই বিষয়ে তৈরি করা হচ্ছে ট্র‌্যাফিক পুলিশের রুট ম‌্যাপ। এবছর মহালয়ার আগে থেকেই মণ্ডপে মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে যাবে বলে মনে করছেন পুলিশ কর্তারা। সেজন্য, পুলিশের প্রাথমিক স্ট্র‌্যাটেজি হল, প্রতিমা বহনকারী গাড়িগুলিকে যতীন্দ্রমোহন অ‌্যাভিনিউ, রাজা নবকৃষ্ণ স্ট্রিট, অরবিন্দ সরণি হয়ে রবীন্দ্র সরণি ধরেই পৌঁছতে হবে কুমোরটুলিতে। গাড়িগুলিকে পার্ক করে রাখতে হবে শোভাবাজার স্ট্রিট ও বাগবাজার স্ট্রিটের মধ‌্যবর্তী জায়গায় রবীন্দ্র সরণির উপর। স্টুডিও থেকে প্রতিমা বয়ে নিয়ে গিয়ে লরি বা ট্রাকে তুলতে সময় লাগে।

মূর্তিগুলি লরিতে তোলার পর আর পুরনো পথে ফেরা যাবে না। কুমোরটুলি থেকে বেরিয়ে ডি সি ব‌্যানার্জি স্ট্রিট, মদনমোহনতলা, বাগবাজার স্ট্রিট ও স্ট্র‌্যান্ড ব‌্যাঙ্ক রোড ধরে উত্তর অথবা দক্ষিণ কলকাতার দিকে রওনা দিতে হবে। যানজট প্রতিরোধ করার জন্য শোভাবাজার স্ট্রিট ও ডি সি ব‌্যানার্জি স্ট্রিটের মাঝখানে স্ট্র‌্যান্ড ব‌্যাঙ্ক রোডে কোনও প্রতিমা বহনকারী গাড়িকে পার্ক করতে দেওয়া হবে না।

আরেকদিকে, মণ্ডপে দুর্গাঠাকুর নিয়ে যাওয়ার সময় যাতে রাস্তার ধারের গাছগুলিতে ধাক্কা লেগে প্রতিমার কোনও ক্ষতি না হয়, তার জন‌্য ইতিমধ্যেই কলকাতা পুরসভার সঙ্গে আলোচনা শুরু করেছে লালবাজার। কুমোরটুলি থেকে সেন্ট্রাল অ‌্যাভিনিউ হয়ে মধ‌্য এবং দক্ষিণ কলকাতায় যায় বহু গাড়ি। আরেকদিকে, ধর্মতলা পেরিয়ে জওহরলাল নেহরু রোড, আশুতোষ মুখার্জি রোড, শ‌্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়েও বিভিন্ন মণ্ডপে প্রতিমা পৌঁছয়। এই রাস্তাগুলিতে রাস্তার পাশে বড় বড় গাছের ডালগুলি ছাঁটাই করা হবে। এ ছাড়াও রাসবিহারী অ‌্যাভিনিউ-সহ অন‌্যান‌্য বেশ কিছু রাস্তার পাশের গাছের ডালও ছাঁটা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।