সংক্ষিপ্ত


শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে আবারও বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টর। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ঠিক ৮০ দিন পর গ্রেফতার করল প্রাথমিক শিক্ষা পর্যদের প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যকে। ইডি সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেই মানিক ভট্টাচার্য সম্পর্কে বেশ কিছু তথ্য হাতে পেয়েছিল তদন্তকারীরা। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রীতিমত যোগাযোগ ছিল। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে আবারও বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টর। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ঠিক ৮০ দিন পর গ্রেফতার করল প্রাথমিক শিক্ষা পর্যদের প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যকে। ইডি সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেই মানিক ভট্টাচার্য সম্পর্কে বেশ কিছু তথ্য হাতে পেয়েছিল তদন্তকারীরা। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রীতিমত যোগাযোগ ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের বাজেয়াপ্ত হওয়া মোবাইল ফোনে মানিক ভট্টাচার্যের নাম 'মানিক ভট্টাচার্য ল' নামে সেভ করা রয়েছে বলেও ইডি সূত্রের খবর। জিজ্ঞাসাবাদের সময়ই পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন বলেও সূত্রের খবর। 

সূত্রের খবর মানিক ভট্টাচার্যের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যোগাযোগ ছিল যে ছিল তা দাবি করা হয়েছে ইডির পেশ করা চার্জশিটে। সূত্রের খবর রাজ্যে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে  পার্থ চট্টোপ্যায়, অর্পিতা মুখোপাধ্য়ায়ের মত মানিক ভট্টাচার্যও  জড়িত রয়েছে বলে মনে করছেন তদন্তকারী। আর সেই প্রশ্নের উত্তর পেতেই মানিক ভট্টাচার্যকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায়। সূত্রের খবর সোমবার দুপুর বেলা ইডির নির্দেশ মতই মানিক ভট্টাচার্য হাজিরা দেন সিজিও কমপ্লেক্সে। সেখানেই তাঁকে ম্যারাথন জেরা করা হয়। রাতভর চলে সেই জেরা। সূত্রের খবর মানিক ভট্টাচার্যের কথায় প্রচুর অসঙ্গতি ধরা পড়েছে। আর সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু প্রশ্নের উত্তরও তিনি এড়িয়ে গিয়েছেন। ইডি সূত্রের খবর টেটের মাস্টারশিট চেয়ে তিনি পদস্থ আধিকারীকদের নিয়োগের জন্য চাপ দিয়েছিলেন বলেও তথ্য প্রমাণ রয়েছে  তদন্তকারীদের কাছে। ইডির দাবি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট হিসেবেই পরিচিত মানিক ভট্টাচার্য। আর সেই কারণে তাঁদের জেরা করে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছানো যাবে বলেও মনে করছে তদন্তকারীরা। 

অন্যদিকে ইডির হাতে একটি সিডি রয়েছে বলে সূত্রের খবর। সেই সিডি নাকি উদ্ধার হয়েছে মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে। সিডিতে রয়েছে ২৬৯ জন চাকরিপ্রার্থীর নাম ও তথ্য । যাদের বেআইনি ভাবে ১ নম্বর বাড়তি দেওয়া হয়েছে। কেন ওই সিডি প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে রয়েছে তা জানতেও চেয়েও জেরা করা হয়েছে মানিককে। সূত্রের খবর এখনও পর্যন্ত কোনও সদুত্তর পাওয়া যায়নি।


অন্যদিকে মঙ্গলবারই তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ করা হবে। ইডি মানিক ভট্টাচার্যকেও নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায়। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে  ইডির। যদিও পার্থ চট্টোপাধ্যায় এখন জেল হেফাজতে রয়েছে। জেল হেফাজতে রয়েছে তাঁর বান্ধবী হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ও। মানিক জেরা করে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে বলেও মনে করছে তদন্তকারীরা। 

এবার ইডির জালে মানিক ভট্টাচার্য, রাতভর জেরার পর গ্রেফতার প্রাথমিকের প্রাক্তন সভাপতি

বালাসাহেব ঠাকরের প্রকৃত উত্তরাধিকারী কে? উত্তর না মেলায় দুই গোষ্ঠীকেই অন্তবর্তী চিহ্ন আর নাম কমিশনের

জঙ্গিদের গুলিতে গুরুতর আহত 'জুম', জানুন ভারতীয় সেনা বাহিনীর সারমের লড়াইয়ের কথা