সংক্ষিপ্ত

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহে বৃষ্টি পাবে উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 

চলতি সপ্তাহের শুরুর দিকে পর পর বেশ কয়েকদিন পর্যায়ে পর্যায়ে ভালোই বৃষ্টি পেয়েছে দক্ষিণ বঙ্গ। তবে, জলবায়ুর গতিপ্রকৃতি অনুযায়ী, অন্যান্য সব বছরের তুলনায় ২০২২-এ ভারতে বৃষ্টির হার তুলনামূলকভাবে অনেকটাই কম। জুলাই মাসে সঠিক সময়ে বঙ্গে বর্ষা ঢুকে গেলেও বৃষ্টির অনুপাত একেবারেই আশানুরূপ নয় তো বটেই, চাষবাসের ক্ষেত্রেও তা যথেষ্ট প্রতিকূল।

তবে, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহেও যথেষ্ট পরিমাণ বৃষ্টি পাবে উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গই। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা বর্তমানে শুরু হয়েছে রাজস্থান থেকে। পশ্চিম থেকে সোজা পূর্ব দিকে মোড় নিয়ে এই অক্ষরেখা যাচ্ছে মধ্যপ্রদেশ, ঝাড়গ্রাম হয়ে দক্ষিণবঙ্গের উপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে, এই মৌসুমী বায়ুর শক্তি খুব একটা বেশি নেই। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপর দিয়ে চলার সময়ে এর শক্তি অনেকটাই দুর্বল।

এই বিষয়ে আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামি চার পাঁচ দিন। তবে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দক্ষিণের চেয়ে কিছুটা বিপরীত। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ জুলাই বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং-এও ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২০ জুলাইয়ের পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস পেয়েই উত্তরবঙ্গের ৫ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। 

আরও পড়ুন-
তীব্র দাবদাহের পরে, ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সহ বিভিন্ন ব্লক
যোধপুরে ৭৮ বছরে প্রবল বৃষ্টি- প্লাবিত ভিলওয়াড়া, পালি, চিতোরগড়ে প্লাবিত হয়েছে বাইক ও গাড়ি
আরও বৃষ্টি বাড়বে, মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে কি প্রবল বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস