সংক্ষিপ্ত

চলতি মাসের ৩০ তারিখে হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা ২০২২। এদিকে ঠিক তার ৩ দিন আগেই শেষ হচ্ছে উচ্চমাধ্যমিক, তবে শেষ হচ্ছে সিবিএসই, এইসিএসই- র পরীক্ষা যা নিয়ে রীতিমত চিন্তায় পরীক্ষার্থীরা। 
 

অপেক্ষার আর মাত্র ৮ দিন, তারপরই চলতি বছরের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় বসার কথা পরীক্ষার্থীদের। সেইমত ৩০ এপ্রিল শনিবার এই পরীক্ষা হওয়ার কথা ঠিক হয়ে থাকলে ও এই নিয়ে বিরাট সমস্যায় পড়েছেন দুই বোর্ডের পরীক্ষার্থীরা। কারণ জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ৩ দিন আগে অর্থাৎ ২৭ এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা তবে শেষ হচ্ছে না সিবিএসই এবং আইসিএসই বোর্ডের পরীক্ষা। ফলত এই দুই বোর্ডের পরীক্ষার্থীদের পড়তে হচ্ছে বিরাট সমস্যায়। কারণ এই দুই বোর্ডের পরীক্ষা শুরুই হচ্ছে ২৬ এপ্রিল থেকে। সিবিএসই বোর্ডের পরীক্ষা শেষ হচ্ছে ১৫ মে, অন্যদিকে আইসিএসই বোর্ডের পরীক্ষা শেষ হচ্ছে ১৩ মে। 

এই অবস্থায় একসঙ্গে দুটি পরীক্ষায় বসা কার্যত অসম্ভব। সেই কারণে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়েছেন তারা। ইতিমধ্যে টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করে নিজেদের মতামত প্রকাশ করেছেন একাধিক ছাত্র।  তাঁদের অভিযোগ একসঙ্গে দুটি পরীক্ষা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়. তাঁদের বোর্ডের পরীক্ষার সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখ ক্ল্যাশ করছে। তাই জোট দ্রুত সম্ভব যেন পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়। অন্তত পক্ষে ১৫- ২০ দিনের জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে তারা।  

আরও পড়ুন- নামখানা ধর্ষণকাণ্ডেও দময়ন্তীকে তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট, না নিতে চাইলে সিবিআই

কেন্দ্রীয় বিদ্যালয়ের এক ছাত্র বলেছেন, 'সিবিএসই বোর্ডের পরীক্ষা চলাকালীন এইভাবে জয়েন্টের পরীক্ষার বসা কোনওভাবেই সম্ভব নয়।  ২ মে আমার ভাষা পরীক্ষা আছে সেখানে আমি আগের দিন জয়েন্টের পরীক্ষায় কীভাবে বসতে পারি? আমি কিভাবে একসঙ্গে দুটি পরীক্ষার প্রস্তুতি একসাথে নেব? এটা অসম্ভব একটা বিষয়।'

আরও পড়ুন- মাছের আড়তে লেনদেন নিয়ে সমস্যা, পুলিশের গাড়িতে চড়ে এসে শুটআউট সোনারপুরে, ধৃত ৫

তবে শুধু সিবিএসই বা আইসিএসই নয় পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষার্থীরা। বেঙ্গল বোর্ডের এক পরীক্ষার্থী জানিয়েছেন, 'আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে ২৭ মে। শেষ পেপার হল বায়োলজি। এরপর মাত্র ৩ দিনের মধ্যেই জয়েন্ট পরীক্ষা, আমরা এত তাড়াতাড়ি প্রস্তুতি কীভাবে নেব? এই মুহূর্তে পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত নয় কী? আমরা পরীক্ষার্থীরা মে মাস পর্যন্ত এই পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানাচ্ছি।'

আরও পড়ুন- 'জাহাঙ্গিরপুরীতে তৃণমূল যাচ্ছে, বাঁকুড়ায়-শিবপুরে-ইসলামপুরে কে যাবে', বিস্ফোরক দিলীপ

যদিও আপাতত সরকারের তরফে কোনও সিদ্ধান্ত জানানো হয় নি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী আগামী ২৫ এপ্রিল সোমবার থেকে পাওয়া যাবে জয়েন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in - থেকে পরীক্ষার্থীরা ডাউনলোড করে নিতে পারবেন হল টিকিট। পরীক্ষা অফলাইনে ২টি পৃথক শিফটে হবে। প্রথম শিফট (পেপার ১: অঙ্ক) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট (পেপার ২- পদার্থবিদ্যা এবং রসায়ন) হবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত।