- Home
- West Bengal
- West Bengal News
- Coal Miners Day India 2024: 'যে করে খনিতে শ্রম...' কয়লাখনির শ্রমিকদের শ্রদ্ধা
Coal Miners Day India 2024: 'যে করে খনিতে শ্রম...' কয়লাখনির শ্রমিকদের শ্রদ্ধা
- FB
- TW
- Linkdin
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে কয়লাখনির শ্রমিকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন কোল ইন্ডিয়ার
বুধবার নিউটাউনে কোল ভবনের কর্পোরেট অফিসে পালিত হল কয়লাখনি শ্রমিক দিবস। কয়লাখনিতে যাঁরা কঠোর পরিশ্রম করেন, তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
ভারতে কয়েক শতাব্দী ধরে সরকারিভাবে খনি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে
ভারতে আনুষ্ঠানিকভাবে খনি থেকে কয়লা উত্তোলন শুরু হয় ১৭৭৪ সালে। ১৭৬০ থেকে ১৮৪০ সালের মধ্যের সময়কে শিল্প বিপ্লবের সময় হিসেবে চিহ্নিত করা হয়। এই সময় কয়লাখনির গুরুত্ব বেড়ে যায়।
সারা দেশের বিভিন্ন কয়লাখনিতে অক্লান্ত পরিশ্রম করেন শ্রমিকরা, তাঁদের সেই পরিশ্রমকেই শ্রদ্ধা জানানো হল
সারা দেশে বিদ্যুৎ উৎপাদন-সহ বিভিন্ন ক্ষেত্রে দরকার হয় কয়লা। শ্রমিকরা খনি থেকে কয়লা উত্তোলন না করলে সব কাজই স্তব্ধ হয়ে যাবে। এই কারণে শ্রমিকদের গুরুত্ব সর্বাধিক।
কয়লাখনিতে কাজ করতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হল
কোল ইন্ডিয়ার কর্পোরেট অফিসে কর্মরত অবস্থায় প্রাণ হারানো শ্রমিকদের স্মৃতিফলকে শ্রদ্ধাজ্ঞাপন করেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান পি এম প্রসাদ। কোল ইন্ডিয়ার অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও এই অনুষ্ঠানে ছিলেন।
কাকতালীয়ভাবে সত্যজিৎ রায়ের জন্মদিবস ও কয়লাখনি শ্রমিক দিবস কাছাকাছি সময়ে পালিত হয়
'হীরক রাজা দেশে' ছবিতে কয়লাখনির শ্রমিকদের দুরবস্থার কথা তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। তাঁর জন্মদিন ২ মে। কয়লাখনি শ্রমিক দিবস পালন করা হয় ৪ মে।
ভারতে সরকারিভাবে প্রথম কয়লাখনি ছিল পশ্চিমবঙ্গের রানিগঞ্জে, এখনও সেখান থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জেই ভারতের প্রথম কয়লাখনি ছিল। ফলে কয়লা উত্তোলনের ক্ষেত্রে সারা ভারতকে পথ দেখিয়েছে বাংলাই।