সংক্ষিপ্ত
বাতিল হল ২০১৬-র এসএসসির প্যানেল! চাকরি যাওয়া শিক্ষক-শিক্ষিকাদের কত টাকা ফেরত দিতে হবে জানেন?
ইতিমধ্যেই ২০১৬ সালের এসএসসি নিয়োগের সমস্ত প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদিন ডিভিশন বেঞ্চ। বাতিল হওয়া প্যানেলের মধ্যে প্রায় ২২ হাজারের বেশি কর্মরত।
প্যানেলে নাম না থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছেন তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে। শুধু তাই নয়, সঙ্গে সুদের টাকাও গুনতে হবে। সব মিলিয়ে তা মোটা অঙ্ক দাঁড়াবে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, সিবিআই তাঁদের ৫ হাজার নিয়োগ নিয়ে সন্দেহের কথা জানিয়েছিল।
প্রায় ৫ হাজার নিয়োগই বেআইনি। তবে শুধু ঠগ প্রার্থীই নয় চাকরি গিয়েছে অনেক যোগ্য প্রার্থীরও। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বে আইনি ভাবে যারা চাকরি পেয়েছেন তারা ১২ শতাংশ সুদে টাকা ফেরত দেবেন।
জানা গিয়েছে, নবম দশমে চাকরির ক্ষেত্রে একজন ৪০ হাজারের কম বেশি মাইনে পান। ২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ পর্যন্ত সেটা প্রায় ২৪ লক্ষের কাছাকাছি পৌঁছয়। একাদশ-দ্বাদশের জন্য যাদের নিয়োগ হয়েছে তাদের স্যালারি ৪৪ হাজারের আশেপাশে। এই হিসাবে এগোলে ২০২৪ পর্যন্ত প্রায় ২৬ লক্ষ টাকা সরকারকে ফেরত দিতে হবে।
গ্রুপ সি-র ক্ষেত্রে চাকরির একেবারে শুরুতে একজন ২৬ থেকে ২৭ হাজার টাকা পান। এতে ২০২৪ পর্যন্ত প্রায় ১৬ লক্ষ টাকা ফেরত দিতে হবে।
গ্রুপ ডি-র ক্ষেত্রে ১৯ হাজার টাকা করে ধরলে ২০২৪ পর্যন্ত তা ১১ লক্ষ টাকা হয়।