North 24 Parganas News Today: বন্ধ ঘর থেকে এ কী বের করলো পুলিশ! লোমহর্ষক ঘটনা বারাসাতে

তিন দিন ধরে আবাসনের ঘরে বৃদ্ধ স্বামীর পচাগলা মৃতদেহ আগলে বসে মানসিক ভারসাম্যহীন স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসাতের টাকি রোডের পঞ্চতন্ত্র হাউসিং কমপ্লেক্সে। সূত্রের খবর ওই ঘরে স্বামী স্ত্রী ও ছেলে থাকতেন।

/ Updated: Jan 05 2025, 10:19 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তিন দিন ধরে আবাসনের ঘরে বৃদ্ধ স্বামীর পচাগলা মৃতদেহ আগলে বসে মানসিক ভারসাম্যহীন স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসাতের টাকি রোডের পঞ্চতন্ত্র হাউসিং কমপ্লেক্সে। সূত্রের খবর ওই ঘরে স্বামী স্ত্রী ও ছেলে থাকতেন। ২০২০ সালে তাঁদের ছেলে মারা যান। প্রতিবেশীদের মতে তারপর থেকেই স্বামী স্ত্রী মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। রবিবার দুর্গন্ধ আসতেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে স্বামীর গলাপচা মৃতদেহ ও জীবিত স্ত্রীকে উদ্ধার করে। মৃতদেহকে ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে।