রাজ্যে হুহু করে কমছে জ্বালানির দাম! দেশের অন্যান্য রাজ্যের থেকে স্বস্তিতে বাংলা, জেনে নিন
লোকসভা নির্বাচনের আগে আরও একটি বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রের বিজেপি সরকার। পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৫ মার্চ সকাল ৬টা থেকে নতুন দর প্রযোজ্য হয়েছে।
বিশ্বে তেলের দাম বৃদ্ধি ভারতের জন্য ভালো ইঙ্গিত নয়। ভারতকে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের পথ খোঁজার জন্য উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দেশের কিছু শহরে দামে বদল দেখা দিলেও চার মেট্রো শহরে অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম।
এই নিয়ে প্রায় ৫০১ দিন অপরিবর্তীত জ্বালানির দাম। শেষ গত বছরের এপ্রিল মাসে কমেছিল পেট্রল-ডিজেলের দাম।
রাজ্য অনুযায়ী তেলের জ্বালানির দামে করের হার আলাদা হওয়ায়, রাজ্যের ভিত্তিতে আলাদা হয় তেলের দামও।কলকাতা-সহ অন্যান্য বড় শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম? দেখে নেওয়া যাক।
বৃহস্পতিবার দেশের একাধিক শহরে দামে বদল এল পেট্রল-ডিজেলের। নয়ডা, গুরগাঁও, জয়পুরের মতো শহরে জ্বালানির দামে বদল এসেছে বলে জানা যাচ্ছে।
দেশীয় বাজারে বদল না এলেও আন্তর্জাতিক বাজারে বেশ কয়েকবাড় পরিবর্তন হয়েছে অপরিশোধিত তেলের দামে। সপ্তাহ শেষে দেশের চার বড় শহরে কত হল জ্বালানির দাম?
পেট্রোল আর ডিজেলের দাম নির্ধারিত হয় প্রতিদিন। দাম ওঠানামা করে। জানুন আজ কলকাতায় জ্বালানি তেলের দাম কত।
পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা করে হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে কোচবিহার জেলায়।