এশিয়ানেট নিউজ সম্বাদ- মুখোমুখি অভিনব বিন্দ্রা
এশিয়ানেট নিউজ সম্বাদে মুখোমুখি অভিনব বিন্দ্রা। অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে সোনা জয়ী প্রথম ভারতীয় অভিনব। দেশের খেলাধূলোর উন্নতি নিয়ে একাধিক কথা বলেন তিনি। উন্নত রাষ্ট্র তৈরিতে খেলাধূলোর কতটা দরকার, বলেছেন অভিনব। এছাড়াও অভিনব বিন্দ্রা জোর দিয়েছেন আরও কিছু বিষয়ে। ' হারা ও জেতার থেকে খেলা আরও অনেক বেশি মূল্যবান'- অভিনব বিন্দ্রা। 'হারা ও জেতা দিয়ে শুধু খেলাকে বিচার করলে হবে না'- অভিনব বিন্দ্রা। 'কারণ খেলাই শেখায় কীভাবে হারাকে গ্রহণ করতে হয় ও কীভাবে জয় পেতে হয়'- অভিনব বিন্দ্রা। 'আমার মনে হয় খেলার একটা বিশাল আবেদন রয়েছে যা সমাজ ও চরিত্র গঠনে সাহায্য করে'- অভিনব বিন্দ্রা। 'আমি মনে করছি যে সমস্ত দেশবাসী অলিম্পিকে অংশ নেবে'- অভিনব বিন্দ্রা।