কোটি কোটি টাকার মালিক অখিলেশ ও ডিম্পল, রাইল যাদব দম্পত্তির সম্পত্তির চুলচেরা হিসেব
Apr 26 2024, 05:05 PM ISTলোকসভা নির্বাচনে লড়াইয়ে সামিল দেশের সবথেকে আলোচিত দম্পতি অখিলেশ যাদব ও তাঁর স্ত্রী ডিম্পল যাদব। উত্তর প্রদেশের প্রার্থী তাঁরা। দুজনেই নির্বাচনী হলফনামায় তাঁদের সম্পত্তির কথা জানিয়েছেন।