'পুষ্পা ২' এর প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু! আটক আল্লু অর্জুন
'পুষ্পা' ছবিতে অভিনয় করে সারা ভারতে অন্যতম জনপ্রিয় চিত্রাভিনেতা হয়ে উঠেছেন আল্লু অর্জুন। 'পুষ্পা ২' মুক্তি পেতে চলেছে। এরই মধ্যে আইনি সমস্যায় পড়ে গেলেন এই তারকা।
আল্লু অর্জুনকে তেলেগু সিনেমার 'স্টাইলিশ স্টার' বলা হয়। তিনি সম্প্রতি 'পুষ্পা'-এর জন্য জাতীয় পুরস্কারও জিতেছিলেন।