শুরু হল ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান, সেলেব থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ মাতলেন অনুষ্ঠানে
Aug 13 2022, 03:05 PM ISTশনিবার থেকে শুরু হল ‘হর ঘর তিরঙ্গা’। ১৫ অগস্ট পর্যন্ত চলবে এই অভিযান। এবছর পালিত হচ্ছে ৭৫ তম স্বাধীনতা দিবস। বছর স্বাধীনতা দিবস এবং আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করার উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। গত ৩১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কী বাত অনুষ্ঠানে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেন বাড়িতে থেকে সামাজিক মাধ্যমে নিজেদের প্রোফাইল পিকচার জাতীয় পতাকার ছবি লাগানোর অনুরোধ করেন। এই সর্বসূচি সমস্ত ভারতবাসীকে গ্রহণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। তিনি গোটা কর্মসূচিকে একটা বিরাট চেহারা দিতে চেয়েছিলেন। মোদীর পরিকল্পনার অন্যথা হল না।