নতুন ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতেন এপিজি আব্দুল কালাম,মিসাইল ম্য়ানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য
Oct 15 2022, 11:51 AM ISTকর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে,কিন্তু পরে ঘটনাচক্রে রাজনীতিবিদে পরিণত হন। রকেট উন্নয়নের কাজে অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপনাস্ত্র মানব বা মিসাইল ম্য়ান অব ইন্ডিয়া বলা হয়। ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার রয়েছে তার ঝুলিতে। ৮৪ বছরের দীর্ঘ সফল কর্মজীবনে নিজের অভিজ্ঞতা ও দর্শন থেকে রেখে গেছেন অসংখ্য মহামূল্য়বান বাণী। জন্মবার্ষিকীতে রইল মিসাইল ম্যানের কিছু অমিয় বাণী।