৫ই অক্টোবর পর্যন্ত জেল হেফাজত, এবারের পুজো গরাদের পিছনেই কাটবে পার্থ চট্টোপাধ্যায়ের
Sep 21 2022, 06:59 PM ISTবুধবার আদালতে সিবিআইয়ের আইনজীবী পার্থের জেল হেফাজতের আবেদন করেন। জানান, কিছু ব্যাপার এখনও তদন্ত করে দেখার আছে। তাই পার্থকে জেল হেফাজতেই পাঠানো হোক। কারণ মামলার তদন্তে সহযোগিতা করছেন না পার্থ। তবে পার্থের আইনজীবীর আরও দাবি, তাঁর মক্কেল দেশ ছেড়ে যাবেন না।