'ধাকর'-এর ব্যর্থতা ভুলে এমারজেন্সি-র প্রস্তুতিতে কঙ্গণা, দিল্লি গেলেন ইন্দিরা গান্ধীকে নিয়ে রেইকি করতে
May 30 2022, 05:39 PM ISTভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী অবলম্বনে অভিনেত্রী কঙ্গনা রানাউতের নতুন ছবি ' ইমার্জেন্সী '। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা এবং প্রযোজনাতেও থাকছেন অভিনেত্রী।