কার্তিকের কেরিয়ারের আশীর্বাদ ভুলভুলাইয়া ২, অন্য অভিনেতার জন্য অভিশাপ হয়ে নেমে আসলো
Jun 06 2022, 06:49 PM ISTকথায় বলে, কারও পৌষমাস, তো কারও সর্বনাশ। ভুলভুলাইয়া ২ এর সাফল্য কার্তিকের কেরিয়ারের মোর ঘুরিয়ে দিয়েছে। কিন্তু ভুলভূলাইয়া তে অভিনয় করা অমর উপাধ্যায়ের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই ছবি।