Cannes Film Festival Photos -

3 Stories

বুকচেরা ভি নেক গাউনে স্পষ্ট সেক্সি হট ক্লিভেজ, কান-এর পুরো অ্যাটেনশন কেড়ে নিচ্ছেন দীপিকা

May 24 2022, 12:40 PM IST
চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব শুরু হয়ে গিয়েছে। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে। ৭৫ তম চলচ্চিত্র উৎসবের দিকেই এখন সকলের চোখ। কান-এর রেড কার্পেটে অভিনেত্রীদের সাজসজ্জা দেখার জন্যই মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ভক্তরা। এবারের কান চলচ্চিত্র উৎসবে রয়েছে একাধিক বড় চমক। ৭৫ তম চলচ্চিত্র উৎসবে মোট নয় জন জুরি বা বিচারক রয়েছেন। তার মধ্যে চলতি বছরে কান উৎসবের পুরস্কার পাম দ-র নির্বাচন কমিটির জুরিদের অন্যতম হলেন বলি ডিভা দীপিকা পাড়ুকোন। কান চলচ্চিত্র উৎসবে চোখ ধাঁধানো পোশাকে সকলকে চমকে দিচ্ছেন দীপিকা পাড়ুকোন। লুই ভিতঁর তৈরি কালো গাউন পরে কান উৎসবের পুরো অ্যাটেনশন কেড়ে নিচ্ছেন দীপিকা পাড়ুকোন। লো নেক গাউনে বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ। পিঠ খোলা গাউনে ব্যাকলেসে উষ্ণতা বাড়ালেন দীপিকা পাড়ুকোন। ব্ল্যাক বিউটি দীপিকা কে দেখে সকলেই হতবাক। একনজরে দেখে নিন দীপিকার হট অবতার।

এ কী বিকট চেহারা, সত্যিই কি গর্ভবতী ঐশ্বর্য? কান-এর রেড কার্পেটে লিপ-জব নিয়ে চরম ট্রোলড অ্যাশ

May 19 2022, 06:09 PM IST
শুরু হয়ে গিয়েছে চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে। ৭৫ তম চলচ্চিত্র উ উৎসবের দিকেই এখন সকলের চোখ। কান-এর রেড কার্পেটে অভিনেত্রীদের সাজসজ্জা দেখার জন্যই মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ভক্তরা। এবারের কান চলচ্চিত্র উৎসবে রয়েছে বড় চমক। রেড কার্পেটে ব্ল্যাক বিউটি ঐশ্বর্য রাই বচ্চনকে দেখে সকলেই হতবাক। কালো রঙের সিলহওটে ড্রেসের সঙ্গে থ্রি ডি ফুলের ডিজাইনে নয়া চমক এনেছেন ঐশ্বর্য। তবে বিকট চেহারার জন্য চরম ট্রোলড হলেন নায়িকা। গাউন পরে রেড কার্পেটে হাঁটার সময় তার ভারী চেহারা নিয়ে সমালোচনা শুরু হয়েছে পাশাপাশি লিপ জব নিয়েও নানা প্রশ্ন উঠে আসছে। একঝলকে দেখে নিন রাই সুন্দরীকে।

More Trending News

Top Stories