বুকচেরা ভি নেক গাউনে স্পষ্ট সেক্সি হট ক্লিভেজ, কান-এর পুরো অ্যাটেনশন কেড়ে নিচ্ছেন দীপিকা
May 24 2022, 12:40 PM ISTচলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব শুরু হয়ে গিয়েছে। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে। ৭৫ তম চলচ্চিত্র উৎসবের দিকেই এখন সকলের চোখ। কান-এর রেড কার্পেটে অভিনেত্রীদের সাজসজ্জা দেখার জন্যই মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ভক্তরা। এবারের কান চলচ্চিত্র উৎসবে রয়েছে একাধিক বড় চমক। ৭৫ তম চলচ্চিত্র উৎসবে মোট নয় জন জুরি বা বিচারক রয়েছেন। তার মধ্যে চলতি বছরে কান উৎসবের পুরস্কার পাম দ-র নির্বাচন কমিটির জুরিদের অন্যতম হলেন বলি ডিভা দীপিকা পাড়ুকোন। কান চলচ্চিত্র উৎসবে চোখ ধাঁধানো পোশাকে সকলকে চমকে দিচ্ছেন দীপিকা পাড়ুকোন। লুই ভিতঁর তৈরি কালো গাউন পরে কান উৎসবের পুরো অ্যাটেনশন কেড়ে নিচ্ছেন দীপিকা পাড়ুকোন। লো নেক গাউনে বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ। পিঠ খোলা গাউনে ব্যাকলেসে উষ্ণতা বাড়ালেন দীপিকা পাড়ুকোন। ব্ল্যাক বিউটি দীপিকা কে দেখে সকলেই হতবাক। একনজরে দেখে নিন দীপিকার হট অবতার।