বোলপুরে শুরু রাজা চন্দর নতুন ছবি 'আম্রপালী'র শ্যুটিং। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোমরাজ। এছাড়াও রয়েছে বনি সেনগুপ্ত ও আয়ূষী তালুকদার। ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে 'আম্রপালী'।