Darlings Movie Photos -

8 Stories

কত মাসের অন্তঃসত্ত্বা আলিয়া, এই বিশেষ দিনেই কি সন্তান আসছে রালিয়ার কোলে? জানুন আসল সত্য

Aug 08 2022, 12:03 PM IST
বলিউড কাপলদের মধ্যে সর্বদাই নজর কাড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট। চলতি মাসের ১৪ এপ্রিল, বৃহস্পতিবার দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের মাস দুয়েক যেতে না যেতেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন আলিয়া ভাট। জুন মাসেই মা হওয়ার সুখবর দিয়েছেন আলিয়া। অন্তঃসত্ত্বা আলিয়া ভাটকে নিয়ে চর্চা যেন থামবার নয়। হবু মা আলিয়ার প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন, সবটাই জানতে আগ্রহী সকলে। প্রেগন্যান্ট হওয়ার পর থেকে চেহারায় পরিবর্তন লক্ষ করা গেছে। অভিনেত্রীর বেবিবাম্প দেখার জন্য মুখিয়ে রয়েছেন। অবশেষে আপকামিং ছবি ডার্লিংস-এর প্রমোশনেই ফাঁস হল আলিয়ার বেবিবাম্প। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে কত মাসের অন্তঃসত্ত্বা আলিয়া। কবে আসতে চলেছে রালিয়ার প্রথম সন্তান, তা নিয়েই জল্পনা তুঙ্গে।

ঢিলেঢালা পোশাকে বেবিবাম্প ঢাকার চেষ্টা অন্তঃসত্ত্বা আলিয়ার, ড্রেসের দামে হয়ে যাবে বিদেশ ট্রিপ

Jul 26 2022, 12:32 PM IST
আলিয়া ভাটকে নিয়ে চর্চা যেন থামবার নয়। হবু মা আলিয়ার প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন, সবটাই জানতে আগ্রহী সকলে। সম্প্রতি নিজের প্রযোজনার প্রথম ছবি 'ডার্লিংস'-এর ঝলক মুক্তির অনুষ্ঠানে সোমবার উপস্থিত ছিলেন অন্তঃসত্ত্বা আলিয়া ভাট। অভিনেত্রীকে দেখার পর থেকেই যেন উত্তেজনা তুঙ্গে ছিল। প্রেগন্যান্ট হওয়ার পর থেকে চেহারায় পরিবর্তন লক্ষ করা গেছে। অভিনেত্রীর বেবিবাম্প দেখার জন্য মুখিয়ে রয়েছেন। তবে এই মুহূর্তে তা আড়াল করতে চাইছেন অভিনেত্রী। সেই কারণেই নাকি ঢিলেঢালা পোশাক পরেছিলেন অভিনেত্রী, যাতে না বেবিবাম্প দেখা যায়। বেলুনের মতো ঢিলেঢালা পোশাক আলিয়াকে দেখে বোঝা দায় তিনি প্রেগন্যান্ট, তবে অভিনেত্রীর পোশাকের দাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আলিয়ার ভ্যালেন্টিনোর পোশাকের দামে হয়ে যাবে আপনার বিদেশ সফর,জেনে নিন অবাক করা দাম।

More Trending News

Top Stories