ঢিলেঢালা পোশাকে বেবিবাম্প ঢাকার চেষ্টা অন্তঃসত্ত্বা আলিয়ার, ড্রেসের দামে হয়ে যাবে বিদেশ ট্রিপ
Jul 26 2022, 12:32 PM ISTআলিয়া ভাটকে নিয়ে চর্চা যেন থামবার নয়। হবু মা আলিয়ার প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন, সবটাই জানতে আগ্রহী সকলে। সম্প্রতি নিজের প্রযোজনার প্রথম ছবি 'ডার্লিংস'-এর ঝলক মুক্তির অনুষ্ঠানে সোমবার উপস্থিত ছিলেন অন্তঃসত্ত্বা আলিয়া ভাট। অভিনেত্রীকে দেখার পর থেকেই যেন উত্তেজনা তুঙ্গে ছিল। প্রেগন্যান্ট হওয়ার পর থেকে চেহারায় পরিবর্তন লক্ষ করা গেছে। অভিনেত্রীর বেবিবাম্প দেখার জন্য মুখিয়ে রয়েছেন। তবে এই মুহূর্তে তা আড়াল করতে চাইছেন অভিনেত্রী। সেই কারণেই নাকি ঢিলেঢালা পোশাক পরেছিলেন অভিনেত্রী, যাতে না বেবিবাম্প দেখা যায়। বেলুনের মতো ঢিলেঢালা পোশাক আলিয়াকে দেখে বোঝা দায় তিনি প্রেগন্যান্ট, তবে অভিনেত্রীর পোশাকের দাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আলিয়ার ভ্যালেন্টিনোর পোশাকের দামে হয়ে যাবে আপনার বিদেশ সফর,জেনে নিন অবাক করা দাম।