Atrangi Re Trailer : 'প্রেমিককেও চাই আবার বরকেও চাই', এ আবার কেমন দাবি করলেন সারা আলি খান
Nov 24 2021, 05:31 PM ISTবুধবারই মুক্তি পেল পরিচালক আনন্দ এল রাইয়ের 'আতরঙ্গি রে'। মাত্র ৩ মিনিটের ট্রেলারের বাজিমাত করেছেন সারা আলি খান, ধনুশ ও অক্ষয় কুমার জুটি।৬ বছর পর বলিউডে কামব্যাক করছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের জামাই ধনুশ। সারা আলি খানের সঙ্গে সাদামাটা ধনুশের জুটি একঝলকে মন কেড়েছে সিনেমাপ্রেমীদের।