পেলে প্রশংসা করেছিলেন, এটাই জীবনের পরম প্রাপ্তি, জানালেন গৌতম সরকার
Dec 30 2022, 11:46 AM ISTইডেনে মোহনবাগানে হয়ে নিউ ইয়র্ক কসমসের বিরুদ্ধে খেলেছিলেন গৌতম সরকার। সেই ম্যাচে তাঁর খেলার প্রশংসা করেছিলেন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি প্রয়াত হওয়ার পর সে কথাই মনে পড়ছে গৌতমবাবুর।