Ganesh Chaturthi 2023 : 'গণপতি বাপ্পা মোরিয়া' বলিউডে গনেশ পূজোয় ব্যস্ত তারকারা
Sep 19 2023, 10:34 AM ISTআজ মঙ্গলবার গণেশ চতুর্থী। দেবাদিদেব মহাদেব ও দেবী গৌরির পুত্র শ্রীগণেশ। গণেশ পুজোয় মেতে উঠেছে সারাদেশ। মুম্বাইতে গনেশ পূজোয় ব্যস্ত বলিউডের তারকারা। 'গণপতি বাপ্পা মোরিয়া' বলিউডে গণেশ চতুর্থীর প্রস্তুতি তুঙ্গে।