মেলবোর্নে বিরাট-ব্যর্থতা, শেষ ২ সেশনে লড়াই করে ম্যাচ বাঁচাতে পারবে ভারত?
Dec 30 2024, 07:08 AM ISTমেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচে দুই ফল হতে পারে। হয় ভারতের ব্যাটাররা লড়াই করে ম্যাচ ড্র করবেন, না হলে জয় পাবে অস্ট্রেলিয়া। এখনও দুই সেশন বাকি। ফলে উত্তেজনা বজায় রয়েছে।