বৃথা গেল ডুপ্লেসিসের অর্ধশতক, অনেক বাঘা দলের ঘুম কেড়ে নেবে পঞ্জাবের এই 'বোমা' ব্যাটিং
Mar 27 2022, 11:47 PM ISTরবিবার, আইপিএল ২০২২-এর (IPL 2022) দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)-কে হেলায় হারালো পাঞ্জাব কিংস (Punjab Kings)-এর বিরুদ্ধে রানের পাহাড় গড়ল । ফাফ ডুপ্লেসিস (Faf Duplessis)-এর দুর্ধর্ষ ইনিংস ম্লান পঞ্জাবের বোমা সূলভ ব্যাটিং-এর সামনে।