বারাসতে যে প্রবীর ঘোষকে প্রার্থী করেছিল বামেরা তার সঙ্গে বিজেপির যোগ ছিল। তিনি বিজেপির শিক্ষক সংগঠনের সদস্য। তাঁকে নিয়ে বাম কর্মীদের মধ্যেও অসন্তোষ ছিল।
হটসিট বসিরহাটে বামফ্রন্ট আর বিজেপি সন্দেশখালিকে ইস্যু করেই নির্বাচনে লড়াই করতে চাইছে। আর সেই কারণে সন্দেশখালি ইস্যুতে গ্রেফতার হওয়া নিরাপদ সর্দারকে প্রার্থী করেছে বামেরা।
বামেদের প্রার্থী তালিকা অনুযায়ী আরামবাগের প্রার্থী করা হয়েছে বিল্পবকুমার মৈত্রকে। বিল্পবকুমার মৈত্র হলেন প্রাক্তন সিপিআইএম বিধায়ক বংশীবদন মৈত্রের বড় ছেলে। ঝাড়গ্রামের প্রার্থী সোনামণি টুডু।
মুর্শিদাবাদের প্রার্থী মহম্মদ সেলিম। রানাঘাটের প্রার্থী প্রাক্তন সাংসদ অলকেশ দাস, বর্ধমান-দুর্গাপুরের সুকৃতী ঘোষাল, বোলপুরের প্রার্থী প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান।
কলকাতা পুর নির্বাচন ২০২১-এ (KMC Election 2021) বিজেপি-কে (BJP) পিছনে ফেলে বামেরা (Left Front) দ্বিতীয় হল। ভোট শতাংশের হারেও এগিয়ে এল তারা।