ভরপুর বিনোদনে বছর ভর দর্শকদের মন কেড়েছে এই কয়টি সিরিয়াল, দেখে নিন কী কী
Dec 31 2024, 08:17 PM IST২০২৪ সালে দর্শকদের মন জয় করে নেওয়া জনপ্রিয় বাংলা সিরিয়ালগুলির একটি ঝলক। ফুলকি, কথা, গীতা এলএলবি, জগদ্ধাত্রী এবং নিমফুলের মধুর মতো সিরিয়ালগুলি বিভিন্ন কাহিনী ও চরিত্র নিয়ে দর্শকদের বিনোদন দিয়েছে।