Vartual inauguration: নতুন রূপে সজ্জিত মাহেশের জগন্নাথ মন্দিরের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
Nov 10 2021, 10:57 PM ISTনতুন রুপে সজ্জিত মাহেশের জগন্নাথ মন্দির (Jagannath temple)। এই মন্দিরেরই ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শ্রীরামপুরবাসীর বহুদিনের দাবি ছিল ঐতিহাসিক জগন্নাথ মন্দির সংস্কার করা হোক, সেই দাবি মতোই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঐতিহাসিক স্থানটিকে সংস্কার করার জন্য অর্থ বরাদ্দ করেন। বিভিন্ন সময়ে প্রায় ৭ কোটি টাকা অর্থ দেওয়া হয় এই মন্দির সংস্কারের জন্য। বেশ কয়েক বছরের মধ্যে জগন্নাথ মন্দির, তার মাসির বাড়ি, জগন্নাথ ঘাট নতুন করে সেজে ওঠে। নতুন করে সেজে ওঠা এই স্থানটিকে কোলকাতা পোস্তা বাজার থেকে মঙ্গলবার ভার্চুয়ালি (Virtual) উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। এদিকে মাহেশের মন্দির চত্বরে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক সুদিপ্ত রায়,তৃণমুলের জেলা সভাপতি ও বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী এবং শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গৌর মোহন দে, মন্দির সেবাইত গোরাচাঁদ অধিকারী সহ একাধিক প্রশাসনের কর্তা-ব্যক্তিরা।